শরীর ও স্বাস্থ্য

ভারতে প্রথম রোবটিক টেলিসার্জারির সফল ট্রায়াল

রোগী ভর্তি হরিয়ানার হসপিটালে। চিকিৎসক রইলেন সেখান থেকে পাঁচ কিমি দূরে এসএস ইনোভেশনস (এসএসআই)-এর হেড কোয়ার্টারে। সেখানে বসেই টেলিপ্রম্পটারে রোগীকে দেখছেন। দিচ্ছেন জরুরি পরামর্শ, রোবটের নিয়ন্ত্রণও রয়েছে তাঁর দু’হাতের ক্যাপে। চিকিৎসকের নির্দেশ ও আঙুলের নড়াচাড়ার উপর ভিত্তি করে রোবট ‘মন্ত্র ৩’ সারল সফল রোবটিক কোলেসিস্টেকটমি (গলব্লাডার বাদ দেওয়ার অপারেশন)। সৌজন্যে এসএসআই। সম্প্রতি মন্ত্র সিরিজের সার্জিক্যাল রোবট ‘মন্ত্র ৩’ বাজারজাত করে, মানবশরীরে রোবটিক টেলিসার্জারির এই ট্রায়াল সফলভাবে সম্পন্ন করল তারা। এমন ট্রায়াল ভারতে প্রথম, এমনই দাবি সংস্থার। সম্প্রতি দিল্লিতে এই রোবটকে প্রকাশ্যে আনা হয়।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রোবট। এর আগেও এমন রোবট তৈরি করেছে এই সংস্থা। মন্ত্র ৩ তারই উন্নত সংস্করণ। অতি প্রখর দৃষ্টিশক্তি ত্রিমাত্রিক ৪কে ভিশন কার্ট রয়েছে এই রোবটে। এই প্রযুক্তিতে ম্যাগনেটিং ফিল্ডটিও খানিকটা বড়। রোবটের হাত অনায়াসে ৩৬০ ডিগ্রি ঘোরে। এর আঙুলও অনেক সরু। দৃষ্টিশক্তি জোরালো। ভুলের শঙ্কা প্রায় নেই। রোবটিক সার্জারির খরচ একদিক থেকে দেখতে গেলে অনেক কমও, কারণ এতে রক্তপাত ও ব্যথাবেদনা অনেক কম হয়। কম দিন হাসপাতালে থাকতে হয়। অস্ত্রোপচারের পরের জটিলতাও অনেক কম হয়। চিকিৎসা জগতে সার্জারির সময়ের ঝুঁকি কমাতে, নিখুঁত ও সফল অপারেশন সারতে এর জুড়ি নেই। তাই অদূর ভবিষ্যতে রোবটিক টেলিসার্জারি চিকিৎসাক্ষেত্রে বিপ্লব আনবে, এমনই মত চিকিৎসকদের। রোবটের মূল্যও এমনই ধার্য করা হয়েছে, যাতে সরকারি-বেসরকারি নির্বিশেষে প্রায় সব স্বাস্থ্য প্রতিষ্ঠান এটি ব্যবহার করতে পারে। উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও ডাঃ সুধীর শ্রীবাস্তব, রোবটিক সার্জারির জনক ও সংস্থার ভাইস চেয়ারম্যান ডাঃ ফ্রেডরিক মল, রাজীব গান্ধী ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ সুধীর কে রাওয়াল, ভারতের ‘মুন ম্যান’ ইসরো-র প্রাক্তন অধিকর্তা মাইলস্বামী আন্নাদুরাই সহ বিভিন্ন চিকিৎসক ও প্রযুক্তিবিদ। জটিল হার্ট ও লাং অপারেশনে রোবটিক সার্জারির উপযোগিতার কথা তুলে ধরেন বিশিষ্ট হার্ট সার্জেন ডাঃ নরেশ ত্রেহান ও ডাঃ দেবী শেঠি। 
লিখেছেন: মনীষা মুখোপাধ্যায়
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা