দেশ

এবার মোদির রাজ্যে বিমানবন্দর-বিপর্যয় 
 

রাজকোট: বৃহস্পতিবার ভেঙে পড়েছিল জব্বলপুর বিমানবন্দরের ছাদের একাংশ। পরদিনই দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদ, পিলার সহ গোটা কাঠামো ভেঙে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত বেশ কয়েকজন। ২৪ ঘণ্টার মধ্যেএকই ধরনের ঘটনার সাক্ষী থাকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত। ভারী বৃষ্টির জেরে শনিবার ভেঙে পড়ল হীরাসারের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরের কাঠামোর একাংশ। প্রত্যেক বিমানবন্দরের টার্মিনালে যাত্রীদের পিক-আপ ও ড্রপের নির্দিষ্ট জায়গা থাকে। এদিন সকাল ১১টা ৫৫ নাগাদ রাজকোট বিমানবন্দরের ওই অংশেরই কাঠামো খুলে পড়ে। ঘটনায় অবশ্য হতাহতের কোনও খবর মেলেনি। ইতিমধ্যে টার্মিনালের ক্ষতিগ্রস্ত অংশের ভিডিও সামনে এসেছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বেশি পরিমাণ জল জমে যাওয়ার কারণেই এই বিপত্তি। বিমানবন্দরের ডিরেক্টর দিগন্ত বোরা বলেন, ‘ছাউনিতে প্রচুর পরিমাণ জল জমেছিল। জল পরিষ্কারের কাজের সময় সেটি ভেঙে পড়ে। ’
২০২৩ সালের ২৭ জুলাই এই নতুন বিমানবন্দর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ সেপ্টেম্বর হীরাসারে শুরু হয় বিমান পরিষেবা। বন্ধ করে দেওয়া হয় রাজকোট শহরের পুরনো বিমানবন্দর। নতুন বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ের নির্মাণকাজ তখনও শেষ হয়নি। এই পরিস্থিতিতে তৈরি করা হয় একটি অস্থায়ী টার্মিনাল। স্টিলের ফ্রেমের উপর মোটা কাপড় দিয়ে তৈরি হয়েছিল কাঠামো। ঠিক ছিল, কাজ শেষ হলে এটি কার্গো টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে। কিন্তু তার আগেই ভাঙল কাঠামোর অংশ। এই দুর্ঘটনা নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবিষয় কংগ্রেসের তোপ, ‘তিনদিনে তিনটি বিমানবন্দরে দুর্ঘটনা। রাজকোটে উন্নয়নের আসল ছবি বেরিয়ে এসেছে। মাত্র একবছর আগে উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদি।’ পাল্টা জবাব দিয়েছে বিজেপি। পদ্ম শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ঘটনাতেও  দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নিশানা করেছেন। কটাক্ষের সুরে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘এরজন্য নেহরুকে দোষ দেওয়া ঠিক হবে না। তিনি তো পর্যাপ্ত বিমানবন্দর তৈরিই করেননি।’ পাশাপাশি আম আদমি পার্টিও রাজকোটের ঘটনায় মোদিকে একহাত নিয়েছে। তারা বলেছে, ‘মোদি সরকারের দুর্নীতির আর একটি ছবি সামনে এল। প্রধানমন্ত্রীজি দয়া করে দেশের মানুষকে বলুন যে আপনি কতটা ঘুষ নিয়েছেন আর বন্ধুদের কতটা দিয়েছেন। সবকিছু জানা থাকলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে না।’ এরইমধ্যে উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দর টার্মিনাল-৩ র ছাদ থেকে জল চুঁইয়ে পড়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৭ টাকা৮৪.৩১ টাকা
পাউন্ড১০৩.৯০ টাকা১০৭.৩৫ টাকা
ইউরো৮৮.১৭ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা