কলকাতা

স্বাস্থ্যসাথীতে ১০ দিনের বেশি ভর্তি থাকলেই মেডিক্যাল অডিট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামাজিক প্রকল্পে দুর্নীতি হচ্ছে? যাঁদের জন্য প্রকল্প, তাঁরা লাভ পাচ্ছেন তো? নাকি সরকারি সুবিধায় ভাগ বসাচ্ছে ফড়েরা? এই সব প্রশ্নের উত্তর পেতেই রীতিমতো নজরদারি চালায় নবান্ন। আর সেই প্রকল্প যদি স্বাস্থ্যসাথী হয়, তাহলে সাধারণ মানুষের প্রাপ্য আরও বেশি করে সুনিশ্চিত করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ, এই প্রকল্পের সঙ্গে রাজ্যবাসীর বাঁচা-মরার সম্পর্ক। আগেই অপ্রয়োজনে হাঁটু বা কোমর প্রতিস্থাপন ঠেকাতে ওই ধরনের অপারেশনে গেটকিপিং-এর ব্যবস্থা করেছিল রাজ্য। আর এবার নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকলেই হবে মেডিক্যাল অডিট। দুই স্বাস্থ্য অধিকর্তার জারি করা অ্যাডভা‌ইজরিতে এই নির্দেশেরই উল্লেখ রয়েছে। 
স্বাস্থ্যদপ্তরের এক পদস্থ কর্তা বলেন, আমরা এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখেছেন, সাধারণভাবে মেডিক্যাল ম্যানেজমেন্টের কেসে (মানে যেখানে অপারেশনের দরকার নেই) বড়জোর ১০ দিন হাসপাতালে থাকার প্রয়োজন পড়ে। স্বাস্থ্যসাথী শুরুর পর থেকেই ১০ দিনের বেশি রোগী ভর্তি থাকলে আমরা নজর রাখতে বলেছিলাম। এই প্রথম অ্যাডভাইজরি বের করা হল। তার মানে এই নয় যে, কোনও রোগী চিকিৎসার প্রয়োজনে এই প্রকল্পের অধীনে ১০ দিনের বেশি ভর্তি থাকতে পারবেন না। আমরা শুধু বলেছি, ১০ দিনের বেশি ভর্তি থাকলে সেইসব কেস আমরা খতিয়ে দেখব। ঠিক কী কারণে এতদিন ভর্তি থাকছেন রোগী, প্রথমে তার অডিট করবেন আমাদের ২৫ জন বিশেষজ্ঞের টিম। তাঁরাও সিদ্ধান্তে পৌঁছতে না পারলে ঘটনাগুলি পাঠানো হবে বিভাগীয় সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে। 
কিন্তু কেন হঠাৎ এমন কড়া সিদ্ধান্ত? বড় হাসপাতাল কখনও বিনা সার্জারির রোগীকে স্বাস্থ্যসাথী প্রকল্পে অকারণে ভর্তি করিয়ে রাখবে না। কারণ, তাতে তাদের আর্থিক ক্ষতি। কিছু ছোট ও মাঝারি হাসপাতালই এই কাজ করে। বিশেষত রোগী ‘খরার’ সময়ে কিছু টাকা তো ঘরে আসবে! এছাড়াও অ্যাডভাইজরিতে বলা হয়েছে, এবার থেকে ‘অ্যাডিসিওলাইসিস’ বা জড়িয়ে থাকা অঙ্গপ্রত্যঙ্গ ছাড়ানোর প্রক্রিয়াকে আর রোগীর অস্ত্রোপচারের সঙ্গে আলাদা করে যুক্ত করা যাবে না। এই সিদ্ধান্তই বা কেন নেওয়া হল? নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র সার্জন বলেন, সরকার উচিত সিদ্ধান্ত নিয়েছে। কারণ, ‘অ্যাডিসিওলাইসিস’ প্যাকেজ যুক্ত করে যা ইচ্ছা তাই চলছিল। স্বাস্থ্যসাথীতে কোনও রোগীকে একবারে ভর্তি করিয়ে দু’টি অপারেশন করা হলে, বেশি খরচের অপারেশনে তিনি পুরো অর্থটাই সরকার থেকে পাবেন। আর পাবেন দ্বিতীয় অপারেশনের ৬০ শতাংশ। 
যেহেতু স্বাস্থ্যসাথীর প্যাকেজ মেনে রোগীদের অপারেশন করতে থাকলে আয় কমে যাবে, সেজন্য কিছু চিকিৎসক গলব্লাডার, অ্যাপেনডিক্স, জরায়ু বাদ দেওয়ার মতো অস্ত্রোপচারের সঙ্গে ‘অ্যাডিসিওলাইসিস’ যুক্ত করছিল। যাতে দু’টি প্যাকেজ দিয়ে দুই জায়গা থেকেই আয় ‘ম্যানেজ’ করা যায়। অথচ সিংহভাগ ক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই মূল অপারেশনের সময় ‘অ্যাডিসিওলাইসিস’ করতে করতে যেতে হয় সার্জেনকে। 
স্বাস্থ্যসাথীতে রোগীকে কেমোথেরাপি দেওয়ার সময় হাসপাতালকে সেই ভিডিও পাঠাতেও বলা হয়েছে। রেডিওথেরাপির সময় পাঠাতে বলা হয়েছে বেডে শুয়ে থাকা রোগীর ছবি। আর এক চিকিৎসক বলেন, এক্ষেত্রেও দুর্নীতি চলছিল। গরিব রোগীদের বাসে করে নিয়ে এসে কার্ড ব্লক করে মাংস-ভাত খাইয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছিল জেলার কিছু দুর্নীতিগ্রস্ত হাসপাতাল। আর স্বাস্থ্যভবনকে দেখাচ্ছিল, কেমো দেওয়া হয়েছে।

নয়া  নির্দেশিকা
মেডিক্যাল অডিট করবেন ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক
১০ দিনের বেশি রোগী থাকলেই, যাচাই হবে হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজনীয়তা

ক্যান্সার চিকিৎসার নামে দুর্নীতি ঠেকাতে রোগীর চিকিৎসার ভিডিও ও ছবি পাঠানো আবশ্যক
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা