রাজ্য

জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতির কারণে বর্ষা আপাতত গোটা রাজ্যে সক্রিয় থাকবে। দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্ষা মরশুম শুরু হওয়ার পর থেকে মূলত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছিল। এবার উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। 
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি অব্যাহত থাকার মতো পরিস্থিতি রয়েছে। গোটা রাজ্যে বর্ষা সক্রিয় আছে। উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত থাকার প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে। মণিপুরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত আছে। দুটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখাটির প্রভাব পড়ছে উত্তরবঙ্গে। দক্ষিণ-পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটির প্রভাবও পড়ছে দক্ষিণবঙ্গে। জুলাই মাসের প্রথমার্ধে ফের একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এটা হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা