কলকাতা

চোখ বুজলেই ভাসছে আগুনের ছবি, বাতাসে পোড়া মোবিলের গন্ধ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘুম হয়নি সারারাত। বাতাসে পোড়া মোবিলের গন্ধ। চার দেওয়ালের মধ্যে হোক বা খোলা আকাশের নীচে—ঝাঁঝালো অসহ্য গন্ধে  টিকতে পারছেন না ধাপা-মাঠপুকুরের সায়রাবাদের বাসিন্দারা। এখানকার মোবিল গোডাউনে আগন লাগার পর ২৪ ঘণ্টার বেশি সময় কাটলেও বিদ্যুত্ আসেনি। বাচ্চাদের নিয়ে ভ্যাপসা গরম আর ঝিরঝিরে বৃষ্টির মধ্যে নাস্তানাবুদ হচ্ছেন বাবা-মা। মঙ্গলবার মোবিলের গুদামে আগুন লাগার পর বুধবার সেই পাড়ার ছবিটা ছিল এমনই। এদিনও পুড়ে যাওয়া গুদামের সামনে দমকলের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। রয়েছে পুলিস প্রহরাও। 
গুদামের ঠিক পিছনেই জ্যোতি মণ্ডলদের বাড়ি। তাঁদের উঠোনের ছাউনি পুড়ে গিয়েছে। এদিন দুপুরে গিয়ে দেখা গেল, জামা-কাপড় সব বাইরে পড়ে রয়েছে। দরজায় তালা দেওয়া। পাশের বাড়ির ঘনশ্যাম মণ্ডল বললেন, ‘সম্ভবত কোনও আত্মীয়র বাড়িতে গিয়েছেন ওঁরা। বাচ্চাদের নিয়ে সারারাত ঘুমাতে পারেনি তো কেউ। চোখ বন্ধ করলেই আগুনের ওই ভয়াবহ দৃশ্য দেখতে পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সকালের দিকে আবারও গোডাউন থেকে ধোঁয়া বেরতে দেখে দমকল জল দেয়।’ গুদামের ঠিক পাশেই রেবতী পালের বাড়ি। তিনি বলছিলেন, ‘গতকাল আমাদের রান্নার গ্যাস সিলিন্ডারটা কেউ নিয়ে চলে গেল! সেটা আর পেলাম না। সারারাত ঘুমাতে পারিনি বাচ্চাকে নিয়ে। বাড়ির সব দেওয়ালে চিড় ধরেছে। চোখ বুজলেই আগুন দেখতে পাচ্ছি। গন্ধটাও যাচ্ছে না।’ এদিনই ফরেন্সিক টিমের আশার কথা ছিল দুর্ঘটনাস্থলে। সূত্রের খবর, তারা এদিন আসেনি। পরিস্থিতি আবার কবে স্বাভাবিক হবে, আবার কবে পোড়া গন্ধ থেকে নিস্তার পাওয়া যাবে, সেদিকেই তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাড়ি কীভাবে মেরামত হবে, সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে বাসিন্দাদের।  ঘটনাস্থলে পুলিসি প্রহরা। -নিজস্ব চিত্র
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা