কলকাতা

‘আমি এখনও শেষ হয়ে যাইনি’, জেল থেকে বেরিয়েই হুমকির সুর আরাবুলের কণ্ঠে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, বারুইপুর: মঙ্গলবার তাঁকে জামিন দিয়েছে হাইকোর্ট, আর বুধবার দুপুরে জেল থেকে মুক্তি পেলেন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম। পাঁচ মাস পর বারুইপুর সংশোধনাগার থেকে বেরতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর অনুগামীরা। মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় আরাবুলকে। এরপরই কাঁপা কাঁপা গলায় একপ্রকার হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, এক সপ্তাহের মধ্যেই তিনি যা বলার বলবেন। তাঁকে যে সহজে সরিয়ে দেওয়া যে যাবে না, সে কথাও এদিন বুঝিয়ে দিয়েছেন এই দাপুটে তৃণমূল নেতা। পাশাপাশি নিন্দুকদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আরাবুল এখনও শেষ হয়ে যায়নি।’ 
ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা কিছুদিন আগে আরাবুলের বিরুদ্ধে এক নেতাকে খুনের পরিকল্পনা ও তোলাবাজির বিস্ফোরক অভিযোগ করেছিলেন। এই প্রসঙ্গেও শীঘ্রই জবাব দেবেন বলে জানান আরাবুল। তাঁর বক্তব্য, ‘আমি অসুস্থ। তাই ক’টাদিন সময় নিচ্ছি। ঠিক সময়ে এসবের উত্তর দেব। তবে আমি জীবনে কখনও খুনের চক্রান্ত করিনি। আমি পুলিসকে সঠিক তদন্ত করতে বলব।’ 
এদিকে, তাঁর জামিনের খবর আসতেই ভাঙড়-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আরাবুলের নেমপ্লেট সরানো হয়। এই নিয়েও আরাবুল সোজাসাপ্টা উত্তর দিয়েছেন। তিনি বলেন, পদ কেউ কেড়ে নিতে পারে না। কেউ কাউকে হটিয়ে দিতে পারে না। আমি নির্বাচিত প্রতিনিধি। আমাকে পঞ্চায়েত সমিতির সদস্যরা ভোট দিয়েছেন, তাই সভাপতি হয়েছি।
পাঁচ মাস বাদে ঘরে ফেরার পথে হাতিশালা, গাছতলা ও পোলেরহাট বাজারেও আরাবুলকে দেখতে পেয়ে হাত দেখান রিকশওয়ালা ও দোকানদাররা। এসব দেখে চোখের কোণ চিক চিক করে ওঠে তাজা নেতার। 
এদিকে, আরাবুল উত্তর গাজিপুরের বাড়িতে পৌঁছতেই অকাল ঈদের উৎসব শুরু হয় সেখানে। মিষ্টি বিলি হয়। চলে কোলাকুলি। আরাবুলকে কেউ আশীর্বাদ করেন, আবার কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করেন। ঈদের সময় ঘরে থাকতে না পারার যে শূন্যতা, তা এদিন পূরণ হয়। নেতা বাড়ি ফেরার পরে দফায় দফায় কয়েকশো কর্মী-সমর্থক তাঁর বাড়িতে ভিড় করেন। বিভিন্ন অঞ্চলের কর্মীরা জানান, তাঁরা দাদার সঙ্গে আছেন। বড় কোনও নেতার ভিড় না থাকলেও সাধারণ কর্মী-সমর্থকদের পাশে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক।  তিনি বলেন, ‘কর্মীরাই আমাকে আরাবুল ইসলাম তৈরি করেছেন। অনেক প্রধানকে আমি হাতে করে তৈরি করেছি, পদে বসিয়েছি। তাঁরা হয়তো কার‌ও ভয়ে কিংবা চাপের মুখে আমার সঙ্গে দেখা করছেন না। আমি জানি, অনেকেই আমার সঙ্গে আছেন। দল নিয়ে আমি একটাও মন্তব্য করব না। শুধু এটুকুই বলব, আরাবুল ইসলাম শেষ হয়নি। রাজনীতিতে কেউ শেষ হয় না।’
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা