বিশেষ নিবন্ধ

মমতার রাজধর্মের কাছে পরাজিত মোদি
হিমাংশু সিংহ

সমালোচনা থেকে বাঁচতে অর্ধশতক আগের জরুরি অবস্থাকে একজন ঢাল করছেন ক্রমাগত। উপায় না দেখে তার আড়ালেই মুখ লুকোচ্ছেন সংসদের ভিতরে এবং বাইরে। পাঁচমাস আগে তড়িঘড়ি উদ্বোধন হওয়া রামমন্দিরের ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে জল। ভোট মিটতেই রামলালা ভিজছেন অযোধ্যায়, ভেঙে পড়ছে বিপুল ব্যয়ে তৈরি দিল্লি বিমানবন্দরের ছাদ। মানুষ প্রাণ হারাচ্ছে, অথচ মোদিজির এখন আর হুঁশ নেই। অসম সাহসী অন্যজন বাংলার মুখ্যমন্ত্রী বুক চিতিয়ে ঘোষণা করছেন, আইনের শাসন রক্ষায় তিনি দল, রং কিছুই দেখবেন না। হকারদের তিনি বন্ধু, তাঁদের রুটিরুজিতে হাত দেবেন না, কিন্তু নিয়ম মেনে চলতে হবে সবাইকে। সময় একমাস। গত সোম ও বৃহস্পতিবার, মমতার ঘণ্টাখানেকের দু’টি সাংবাদিক সম্মেলন রাজ্য রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। শাসক তৃণমূলের ভিতরে বাইরে, পুলিস-প্রশাসন এবং অবশ্যই এরাজ্যের বিরোধী শক্তি মুখ্যমন্ত্রীর এই রুদ্র অথচ স্নেহমাখা বরাভয় মূর্তি দেখে দিশাহারা। মমতার সাংবাদিক সম্মেলনের ধ্রুবপদ একটাই, দল, রাজনীতির ঊর্ধ্বে উঠে দুষ্টের দমন ও শিষ্টের পালন। এটাই তাঁর পবিত্র রাজধর্ম। সব শাসক তা পালন করলে দেশে দাঙ্গা হতে পারে না। বিলকিসের ধর্ষকদেরও গারদের বন্দিজীবন থেকে বাইরের আলো দেখার স্পর্ধাকে মনে ঠাঁই দিতে পাঁচশোবার ভাবতে হয়। এইখানেই মমতার নৈতিক জয়। 
কোনও রাজনৈতিক দলের সুপ্রিমো এভাবে নিজের দলেরই নেতা-কর্মীদের অনৈতিক কাজকর্মের হাঁড়ি প্রকাশ্য হাটে ভেঙে দিয়েছেন, এমন নজির ভূভারতে ক’টা আছে? মমতা সেই বিরল ব্যক্তিত্ব যিনি লোকসভা নির্বাচনে ২৯টি আসন জয়ের অভাবনীয় সাফল্য সত্ত্বেও আত্মতুষ্টিতে না ভুগে ‘কড়া পদক্ষেপ’ নিয়েছেন। এই মুহূর্তে সেটাই বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়। একটার পর একটা কাগজ তুলে ধরে তিনি বুঝিয়ে দিয়েছেন, দলের নেতা থেকে জনপ্রতিনিধি কে কোথায়, কী করছেন, তার খুঁটিনাটি সব তাঁর নখদর্পণে। দলনেত্রী যে-কথা বলেছেন, তা নরেন্দ্র মোদিও অনেক চেষ্টা করেও বলতে পারবেন না। যদি পারতেন তাহলে বিলকিস বানোর ধর্ষকরা ছাড়া পেয়ে জেলের বাইরে বীরের সংবর্ধনা পেতেন না। হাতরাসের নির্যাতিতার পরিবারকে সুবিচারের জন্য মাথা কুটে মরতে হতো না। বিজেপি এমপি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেও দেশের প্রথম সারির কুস্তিগীরদের শূন্যহাতে ফিরতে হতো না। গত দশবছরে এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, মোদিজির মন গলেনি। 
তৃণমূলের স্বার্থান্বেষী মহল বেশ বুঝতে পারছে, সর্বোচ্চ নেত্রীর নজর যখন পড়েছে তখন তাঁদের বেআইনিভাবে করে খাওয়ার দিন শেষ। ‘তৃণমূল করি’ বলে যা খুশি করা আর চলবে না। অভিযোগ প্রমাণ হলে শাস্তি পেতেই হবে। আবার পরাজয়ের ভারে নুইয়ে পড়া বিরোধীরা ভাবছে স্বয়ং মুখ্যমন্ত্রীই যদি শাসক দল ও সরকারের জঞ্জাল সাফ করতে নামেন, অবাধ্য নেতাদের ধরিয়ে দেন, তাহলে তাঁদেরই বা কী করার থাকবে। নেতিবাচক বিরোধিতার পরিসর শূন্যে গিয়ে থামবে। দলবদলুরা সব বেকার হয়ে যাবে। লোকসভা ভোটের ফল বেরনোর পর একমাসও কাটেনি। মোক্ষম ঝাঁকুনি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্ষীয়ান নেতা থেকে দলের সাধারণ কর্মী সকলেই একবাক্যে বলছেন, নেত্রী প্রমাণ করে দিলেন, একমাত্র তিনিই পারেন অভিযোগ লুকিয়ে না রেখে ঘটা করে প্রকাশ্যে আনতে। বৃহস্পতিবারের বৈঠকে উত্তরবঙ্গের প্রভাবশালী এক তৃণমূল নেতার গ্রেপ্তারের প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে অভিযানকে মমতা সবুজ পতাকা দেখাতেই শিলিগুড়ির ডাকসাইটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিস। মুখ্যমন্ত্রী বলেন, ‘ডাবগ্রামে দেখেছেন তো আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। সরকারি জমি ৩ লক্ষ টাকা করে বিক্রি করে দিচ্ছিল।’ তিনি আরও বলেন, ‘গতকাল মলয় (পড়ুন আইনমন্ত্রী মলয় ঘটক) আমাকে বলেছে, কোনও একটা পলিটিক্যাল পার্টি পুকুর ভরাট করে বাড়ি করে নিয়েছে। আসানসোলে এমনটা হয়েছে। পুকুর বুজিয়ে এটা করেছে আরএসএস। ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে তাহলে সেই পুকুর ভরাট করা হল কীভাবে? তৃণমূলের পার্টি অফিস যদি ভেঙে দেওয়া হয়, তাহলে ওই পার্টি অফিসও ভেঙে দেওয়া হবে না কেন?’
এটাকে শুধু মমতার ভোকাল টনিক বললে গোটা বিষয়টিকে লঘু করে দেখানো হবে। মানতেই হবে, সরকার ও দলকে তিনি একসঙ্গে কাঁপিয়ে দিয়েছেন। পুলিসকেও সতর্ক করেছেন। তৎপরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তোলাবাজির আগে নেতারা দু’বার ভাববেন। হাত বাড়িয়ে পয়সা নিলে কাঠগড়ায় উঠতে হবে পুলিসকেও। শুধু দলীয় পদ, সরকারি দায়িত্বই যাবে না, জেলবাসও অবধারিত। নেত্রী বুঝিয়ে দিয়েছেন, মানুষের স্বার্থ আগে। সাধারণের আশীর্বাদই তাঁর শক্তি। কেউ যদি নিজের স্বার্থ দেখতে যান, তাহলে দল তাঁকে ছেঁটে ফেলতে দু’বার ভাববে না। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে মানুষ। নেতা-কর্মীদের এমন কোনও আচরণ হওয়া উচিত নয়, যাতে দল অস্বস্তিতে পড়ে। কেননা তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে ভোট বাক্সে। মোদিজি যখন শরিকদের ম্যানেজ করতে ব্যস্ত, জোট সরকারের স্পিকার, ডেপুটি স্পিকার চূড়ান্ত করতে তৎপর,  মমতা তখন মানুষের আরও কাছে পৌঁছতে মরিয়া। এর চেয়ে বড় বিজয় উৎসব আর কী হতে পারে ভারতীয় গণতন্ত্রে?
মমতাকে গত চার দশক ধরে দেখছি। সাফল্যে যেমন তাঁর মাথা ঘুরে যাইনি, প্রতিবন্ধকতা তাঁকে আরও জেদি করেছে। লক্ষ্যপূরণ হলেই আরও বড় লড়াইয়ের সংকল্পে পরের মুহূর্ত থেকেই নিজেকে প্রস্তুত করে গিয়েছেন অক্লান্ত নিষ্ঠায়। বিরোধী নেত্রী থেকে রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান, এই দীর্ঘ যাত্রাপথ কোনওদিনই গোলাপ ফুল ছড়ানো ছিল না। সংগ্রাম, নির্যাতন, অপমান, কটাক্ষ, কালীঘাটের দোচালাকে নিশানা করে তথাকথিত প্রতিষ্ঠিতদের বিষ চাউনি ছিল তাঁর চলার পথের নিত্যসঙ্গী। জ্যোতি বসু সহ সিপিএমের তাবড় নেতানেত্রীদের হুঙ্কার, লাল পার্টির হার্মাদপুষ্ট নিশ্ছিদ্র জেলা সংগঠন, স্বঘোষিত বুদ্ধিজীবী সম্প্রদায় থেকে শুরু করে অধুনা মোদি-অমিত শাহ ও আরএসএসের বারংবার বাংলা দখলের ষড়যন্ত্র বানচাল করে তিনি আজও অপ্রতিরোধ্য। কোনও কিছুই মানুষের থেকে তাঁকে দূরে ঠেলতে পারেনি। প্রতিপক্ষ যতই ‘আন্ডার এস্টিমেট’ করেছে, এবার মমতা ম্যাজিক শেষ বলে নিদান হেঁকেছে, তিনি ততই একটার পর একটা হার্ডল পেরিয়ে ‘ভিক্ট্রি স্ট্যান্ডে’ জয়তিলক কপালে সাদা শাড়ি আর হাওয়াই চটিতে সমুজ্জ্বল। প্রধানমন্ত্রীর ডেলি প্যাসেঞ্জারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিত্য আসা-যাওয়া ও দলবদলুদের শূন্যগর্ভ আস্ফালনকে হারিয়ে এবারের লোকসভা ভোটেও রাজ্যের সিংহভাগ আসনে জয়ী। এবং গোটা পূর্বভারতের মধ্যে একমাত্র বাংলায় গেরুয়া পতাকাকে রুখে দিতে সফল বেনজির এক স্ট্রিট ফাইটার। এই ট্র্যাক রেকর্ডই বলে দিচ্ছে বাংলায় আগামী ছাব্বিশ সালের বিধানসভা ভোটেও এই পরিণামের বিশেষ হেরফের হবে না। টানা ১৩ বছর একান্তভাবেই রাজ্যে ক্ষমতায় থাকার পরও যা ঈর্ষণীয়। তাঁর এই সাফল্যের কারণ একটাই, মাটির সঙ্গে যোগ কখনও ছিন্ন হয়নি এতটুকু। অ্যান্টি ইনকামবেন্সি কিংবা প্রতিষ্ঠান বিরোধিতার আঁচ তাই মমতার গ্রহণযোগ্যতাকে পেড়ে ফেলতে ব্যর্থ। রাজ্যের মানুষের সঙ্গে, প্রতিটি জেলার আলাদা আলাদা সমস্যা ও সমীকরণের সঙ্গে এখনও তাঁর নাড়ির যোগ। জেলা সফরেও প্রত্যেক নেতাকে তিনি নাম ধরে ডেকে ধমক দিতে পারেন। সম্প্রতি ভোট প্রচারে বেরিয়ে দেখেছেন, পুরসভার কাজকর্ম নিয়ে বিস্তর ক্ষোভ আছে। দলীয় নেতা, জনপ্রতিনিধিদের কাজকর্ম অনেকক্ষেত্রেই সাধারণের না-পসন্দ। বেআইনিভাবে জমি দখল থেকে বিভিন্ন স্তরে টাকা খাওয়ার অভিযোগও পৌঁছেছে সুপ্রিমোর কানে। বহু কেন্দ্রে তার ফলে জয়ের ব্যবধান কমেছে। রাজ্যের অনেক পুরসভায় পিছিয়ে পড়েছে শাসক দল। সেই খামতি দূর করতেই মানুষের ক্ষোভ প্রশমনে ভীমরবে নেমেছেন তিনি। 
আসলে দূরবিনে দেখা বিরোধীদের সঙ্গে নয়, জননেত্রী মমতার লড়াই এই বঙ্গে আজ একান্তভাবে তাঁর নিজের সঙ্গে। স্বাধীনতা উত্তর সময়ে তিনি নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয় জননেত্রী। একদিকে ফল বেরনোর পর ঝগড়া ও দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি এবং অন্যদিকে ক্রমাগত রক্তক্ষয়ে কাহিল হীনবল সিপিএম। মধ্যিখানে কংগ্রেস। তাই মুখ্যমন্ত্রী থেকেও ক্রমেই শূন্য হয়ে যাওয়া বিরোধী পরিসর দখল করতে তিনি আঙুল তুলছেন নিজেরই দল ও প্রশাসনের বিরুদ্ধে। কোনওরকম রাখঢাক গুড়গুড় না করেই। একাজ মুখে বলা যত সহজ করে দেখানো ততটাই কঠিন। সবাই পারে না। করতে গেলে সাহস লাগে, বুকভর্তি দম লাগে আর লাগে দল ও সরকারের উপর নিরঙ্কুশ কর্তৃত্ব। বুদ্ধদেব ভট্টাচার্যরা উন্নততর বামফ্রন্ট গড়ার ডাক দিয়ে নিজেরাই হারিয়ে গিয়েছেন অসীম শূন্যে। অষ্টম বামফ্রন্ট সরকার নামক রসালো আমটি গাছ থেকে পেড়ে আনতে পারেনি কেউ। গাছেই তা শুকিয়ে গিয়েছে কখন। আজ থেকে তিন দশক আগে কলকাতা শহরে হকার উচ্ছেদের নামে ‘অপারেশন সানশাইন’ শুরু হয়েছিল। তাও চূড়ান্ত ফ্লপ হয়। কলকাতা জেলা কমিটির অধীন হকার সংগঠন আলিমুদ্দিনের সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নামে। আর আজ এই বঙ্গে সর্বহারার দল কার্যত বিপ্লবকে বন্দি করেছে ফেসবুকে। নেতৃত্ব আহ্লাদিত হলেও ভোটযন্ত্রে তার যে কোনও প্রভাব নেই, তা প্রমাণিত। 
অধিকাংশ আসনেই জামানত জব্দ হচ্ছে। নামতে নামতে বামেরা আজ রাজ্যের চতুর্থ রাজনৈতিক শক্তিতে পরিণত। আত্মবিশ্লেষণে সেই চেনা বুলি, ‘মানুষকে বোঝানো যায়নি’। বলি, বোঝাবেন কী করে? আপনারা তো লড়াইটা কার সঙ্গে তাই ঠিক করতে পারেননি। উল্টে বিজেপির বুলি আওড়াতেই ব্যস্ত থেকেছেন। ২০১৬ সালের পর থেকে যেই কংগ্রেসের হাত ধরেছেন সেই মুহূর্ত থেকেই সংখ্যালঘু ভোট পাকাপাকিভাবে আপনাদের ছেড়ে চলে গিয়েছে। আবার জোট করলেও কংগ্রেসের ভোট লাল দলের পক্ষে আসেনি। তাই এরাজ্যে সিপিএম আজ না ঘরকা না ঘাটকা! রাম বাম এক হয়েও কিছুই করতে পারেনি। ভোটের আগে দেড় ডজন সভা করেও বাংলায় মমতার কাছে হারতে হয়েছে মোদিজিকে। সে তো গেল ভোট পাটিগণিতের হিসেব। শুধু নির্বাচন নয়, দল মত রাজনীতি সবকিছু ঝেড়ে ফেলে মানুষের দুয়ারে পৌঁছনোর তৎপরতাতেও তিনি অপ্রতিদ্বন্দ্বী। মোদিজির একচোখো হিন্দুত্ব অনুশীলন ও রামমন্দির বিক্রমকে তাই বাংলার নেত্রীর কাছে পদে পদে হার মানতেই হবে। কারণ দল নয়, সঙ্কীর্ণ রাজনীতিও নয়, গরিব মানুষকে নিয়ে চলা এবং নারীর ক্ষমতায়নই মমতার প্রথম ও শেষ অগ্রাধিকার। তাই মন্দির নয়, লক্ষ্মীর ভাণ্ডারই তাঁর প্রচারের অভিমুখ।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৭ টাকা৮৪.৩১ টাকা
পাউন্ড১০৩.৯০ টাকা১০৭.৩৫ টাকা
ইউরো৮৮.১৭ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা