খেলা

লিগে আজ নামছে মোহন বাগান

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: মোহন বাগান তাঁবুর সামনে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম! এমন ছবির ফ্রেমই সোমবার অনুশীলন শেষে সবুজ-মেরুন ফুটবলারদের হাতে তুলে দিলেন অনুরাগীরা। নতুন কোচ ডেগি কার্ডোজো এগিয়ে আসতেই মোহন বাগান সমর্থক শৌভিক পালের আকুতি, ‘প্রথম ম্যাচে মহমেডান ও ইস্ট বেঙ্গল বড় জয় পেয়েছে। দেখবেন, আমরাও যেন দাপটে অভিযান শুরু করতে পারি। না হলে সম্মান থাকবে না।’ অনুরাগীর কাঁধে হাত দিয়ে আশ্বস্ত করলেন কার্ডোজো। মাঠে বল গড়ানোর আগেই গোয়া আর মোহন বাগানে কোচিংয়ের পার্থক্য টের পাচ্ছেন নতুন কোচ। মঙ্গলবার বারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে ভবানীপুরের বিরুদ্ধে লিগ অভিযান শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড। এই ম্যাচ নতুন কোচের অ্যাসিড টেস্ট।
মহমেডান ও ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছিল। কিন্তু মোহন বাগানের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে। কারণ, প্রথম ম্যাচেই পুলিস এসিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভবানীপুর। তাছাড়া মোহন বাগান গতবারের সেট টিম ধরে রাখতে ব্যর্থ। কিয়ান নাসিরি, হামতেরা ক্লাব ছেড়েছেন। অভিষেক সূর্যবংশী সিনিয়র দলে। তাঁদের অভাব মেটাতে একঝাঁক নতুন ফুটবলার নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তাই টিম কম্বিনেশন গড়ে  উঠতে সময় লাগতে পারে। এদিন অনুশীলনে অবশ্য বেশ ফুরফুরে দেখাল সুহেল ভাটদের। ওয়ার্ম- আপের পর তিনটি দলে ভাগ করে চলল পাসিং মহড়া। সেট পিসে বা‌ড়঩তি জোর দিলেন কোচ কার্ডোজা। মোহন বাগানের আক্রমণভাগের স্তম্ভ সুহেল ভাট। সঙ্গে আছেন টাইসন, ফারদিনরা। তবে রক্ষণভাগ নিয়ে চিন্তায় নতুন কোচ। চোটের কারণে অনিশ্চিত দীপ্যেন্দু বিশ্বাস। সুমিত রাঠিও ম্যাচফিট নন। কোচের কথায়, ‘কলকাতা লিগের চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’ অন্যদিকে, ভবানীপুরেও শঙ্কর রায়, জিতেন মুর্মু, দীপ দাসের মতো ফুটবলার রয়েছেন। কোচ সায়িদ রমনের কথায়, ‘মোহন বাগানকে টেক্কা দিতে তৈরি আমরা।’
ম্যাচ শুরু বিকেল তিনটেয়। সরাসরি ২৪ ঘণ্টায়।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা