খেলা

সবুজ-মেরুন জার্সিতে নামতে মুখিয়ে আলড্রেড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন মরশুমে সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাতে চলেছেন ৩৩ বছর বয়সি ব্রিটিশ ডিফেন্ডার টম আলড্রেড। মঙ্গলবার মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে সরকারিভাবে একথা ঘোষণা করা হয়। দীর্ঘ কেরিয়ারে ইপিএল, স্কটিশ লিগ, এ-লিগের বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। সর্বশেষ ব্রিসবেন রোয়ারের হয়ে গত ৫ বছরে একশোরও বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। তিনটি গোলও রয়েছে তাঁর ঝুলিতে। এবার মোহন বাগানের রক্ষণে ভরসা জোগাতে তৈরি আলড্রেড। বললেন, ‘ঐতিহ্যশালী ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত। সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। ইংল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ক্লাবে খেলার অভিজ্ঞতা নিয়েই ভারতে পা রাখব। সেই অভিজ্ঞতা আইএসএল ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দিতে চাই। ক্লাবে সমর্থকদের কথা আমার অজানা নয়। আগামী দিনে ক্লাবকে আরও বেশি সাফল্য এনে তাঁদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য।’
আলড্রেড প্রসঙ্গে কোচ হোসে মোলিনা জানান, ‘ওর অভিজ্ঞতা আমাদের রক্ষণের শক্তি বাড়াবে। এরিয়াল বলে ও অনেক বেশি কার্যকরী। টেকনিকের দিক থেকেও অনেক নিখুঁত। তাই টমের অন্তর্ভুক্তি অবশ্যই দলের ভারসাম্য বাড়াবে।’ উল্লেখ্য, আসন্ন মরশুমের জন্য আরও এক বিদেশি ডিফেন্ডার সই করাবেন সবুজ-মেরুন কর্তারা। সব কিছু ঠিক থাকলে, স্পেনের আলবার্তো রডরিগেজকে নেওয়া হতে পারে। দু’পক্ষের মধ্যে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। এছাড়া চূড়ান্ত জেমি ম্যাকলারেন। কয়েকদিনের মধ্যেই হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা