দেশ

সংসদে মোদির ভাষণে ‘ত্রুটি’  স্পিকারকে চিঠি দিল কংগ্রেস

নয়াদিল্লি: ইটের বদলে পাটকেল! সম্প্রতি, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কিছু মন্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। তারই পাল্টা হিসেবে এবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের ভুলত্রুটি ধরিয়ে স্পিকারকে চিঠি দিল কংগ্রেস। সেই সঙ্গে হামিরপুরের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্যের ভুলভ্রান্তিও চিহ্নিত করেছে বিরোধী দল। লোকসভায় বিরোধী দলনেতা রাহুলের ভাষণের একাধিক অংশ বাদ  দেওয়ার পাশাপাশি তথ্যগত ত্রুটির কথা উল্লেখ করে বিজেপি নোটিসও দিয়েছে। এব্যাপারে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, কোনও সদস্য সভাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে তিনি সহজে রেহাই পাবেন না। তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই যুক্তিতেই গেরুয়া শিবিরকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে কংগ্রেস। 
কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন। তাঁর আর্জি, সংসদের ১১৫(১) ধারার নির্দেশ এবার শাসকদলের ক্ষেত্রেও প্রয়োগ করা হোক। ওই নির্দেশ অনুযায়ী, কোনও সদস্য যদি মন্ত্রী বা অন্য কোনও সাংসদের বিবৃতিতে তথ্যগত ভুল বা অসত্য তথ্য খুঁজে পান, তাহলে সংসদে বিষয়টি তোলার আগে সংশ্লিষ্ট বিষয়ে স্পিকারকে চিঠি লিখবেন। বিষয়টি সংসদে উত্থাপনের জন্য স্পিকারের অনুমতি চাইবেন। ওই আইন অনুসারেই মোদি এবং অনুরাগের ভাষণের ভুলত্রুটি  কংগ্রেস সাংসদ চিঠিতে তুলে ধরেছেন। চিঠিতে মানিকম বলেছেন, ২০১৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার আগে ভারতীয় সেনাবাহিনীতে কোনও যুদ্ধবিমান ছিল না বলে মন্তব্য করেছেন অনুরাগ। এমনকী, পর্যাপ্ত সমরাস্ত্রও ছিল না বলেও দাবি করেন তিনি। এব্যাপারে কংগ্রেস জানিয়েছে, ‘উল্লিখিত সময়ের আগে ভারতীয় সেনাবাহিনীর কাছে জাগুয়ার, মিগ-২৯, সুখোই-৩০, মিরাজ-২০০০ যুদ্ধবিমান ছিল। পারমাণবিক বোমা ছাড়াও সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে অগ্নি, পৃথ্বি, আকাশ, নাগ, ত্রিশূল এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছিল। পাশাপাশি, সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যে ১৬টি রাজ্যে কংগ্রেস নির্বাচনে একা লড়েছে, সেখানে তাদের ভোট কমেছে। কংগ্রেস জানিয়েছে, এই তথ্য সঠিক নয়। কারণ হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক, তেলেঙ্গানার মতো রাজ্যে তাদের প্রাপ্ত ভোটের হার বেড়েছে। এছাড়া, প্রধানমন্ত্রী কংগ্রেসের বিরুদ্ধে প্রতিমাসে মহিলাদের আট হাজার টাকা করে দেওয়া সংক্রান্ত ‘মিথ্যা প্রতিশ্রুতি’র অভিযোগও করেন। এব্যাপারে কংগ্রেস জানিয়েছে, ভোটে জিতে সরকার গঠন করলে ওই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।  তাই, এক্ষেত্রে প্রতিশ্রুতি ভঙ্গের কোনও প্রশ্নই নেই।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও সঙ্গে অপ্রত্যাশিত কলহে লিপ্ত হয়ে অপযশ। ব্যবসা ও পেশায় কিছুটা শুভ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা