খেলা

রোনাল্ডো-এমবাপের দ্বৈরথ, চড়ছে পারদ

সুকান্ত বেরা, কলকাতা: মাঠের বাইরে তাঁদের সুসম্পর্ক সর্বজনবিদিত। কিলিয়ান এমবাপে ‘আইডল’ মানেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তাঁকে দেখেই ফরাসি তারকার উত্থান। রোনাল্ডোর সাফল্য এতটাই স্পর্শ করেছে তাঁকে যে, তিনি পর্তুগিজ তারকার বড় বড় পোস্টার টাঙিয়ে রেখেছেন ঘরের দেওয়ালে। অধিকাংশ রিয়াল মাদ্রিদের জার্সিতে। অবসর সময়ে সেই ছবির দিকে তাকিয়ে এমবাপে স্বপ্ন দেখতেন, তিনিও একদিন রোনাল্ডোর মতোই মাদ্রিদ কাঁপাবেন। স্বপ্নপূরণ হয়েছে। কয়েকদিন আগেই রিয়ালে সই করেছেন ফরাসি তারকা। প্রত্যাশিতভাবেই সোশ্যাল মিডিয়ায় এমবাপেকে শুভচ্ছোও জানিয়েছেন সিআরসেভেন। আসলে রিয়াল ছাড়লেও রোনাল্ডোর মন পড়ে মাদ্রিদেই। ক্লাব কেরিয়ারের ৩১১ টি গোল করার স্মৃতি কি এত সহজে ভোলা যায়? কালের নিয়মে শনিবার তাঁরাই একে অপরের প্রতিদ্বন্দ্বী। ইউরোর সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি পর্তুগাল। মহাম্যাচ ঘিরে পারদ চড়ছে। অভিজ্ঞতা না তারুণ্য, শেষ হাসি কে হাসেন সেটাই দেখার। ম্যাচে চোখ থাকবে কার্লো আনসেলোত্তিরও। তিনি মেলাবেন, প্রাক্তন ও বর্তমান শিষ্যের পারফরম্যান্সের খতিয়ান। 
এখনও পর্যন্ত ইউরো কাপে অবশ্য দুই মহাতারকা প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি। ভাগ্য সুপ্রসন্ন থাকায় ফ্রান্স পৌঁছেছে শেষ আটে। এমবাপে ম্যাচ টাইমে পেনাল্টি থেকে জাল কাঁপিয়েছেন। আর রোনাল্ডো লক্ষ্যভেদের স্বাদ পেয়েছেন টাই-ব্রেকারে। স্লোভেনিয়ার বিরুদ্ধে তার আগে অবশ্য তিনি পেনাল্টি মিস করেন। কিন্তু গোলরক্ষক ডিয়োগো কোস্তার বিশ্বস্ত হাত (তিনটি সেভ) পর্তুগালকে পৌঁছে দেয় শেষ আটে। টাই-ব্রেকারের ফল ৩-০।
চারটে ফ্রি-কিক, পেনাল্টি মিস, কয়েকবার ওয়ান ইজ টু ওয়ান পরিস্থিতিতে বল জালে পাঠাতে পারেননি সিআরসেভেন। অতিরিক্ত সময়ের অন্তিম লগ্নে স্লোভেনিয়ার গোলরক্ষক তাঁর পেনাল্টি আটকে দেন। এই মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ পর্তুগাল অধিনায়ক। তিনি তো মহাতারকা। নামের পাশে  রেকর্ডের ছড়াছড়ি। সোনালি অতীতে কত স্মরণীয় গোল করে দলকে জিতিয়েছেন। আর ৩৯ বছর বয়সে ইউরোর মঞ্চে রেকর্ড বুকে (সবচেয়ে বেশি বয়সে গোলের নজির) নাম তুলতে তাঁকে মাথা খুঁড়ে মরতে হচ্ছে। বোঝা যাচ্ছে, ভগবান বৃদ্ধ হয়েছেন। রোনাল্ডোকে কাঁদতে দেখে গ্যালারিতে বসা তাঁর মায়ের চোখও ছলছল করে উঠেছে। অনেকেই খোঁচা দিয়েছেন পর্তুগিজ মহাতারকাকে। কেউ লিখেছেন, ‘অনেক তো হল, এবার তো অবসর নিন।’ একধাপ এগিয়ে আর এক ফুটবলপ্রেমী লেখেন, ‘বয়সের ছাপ স্পষ্ট খেলায়। তোমার থেকে আর কিছু পাওয়ার নেই।’
আসলে সিআরসেভেন এখন অস্তমিত সূর্য। বয়স তো বড় বালাই। ৩৯ শুধু সংখ্যা নয়, প্রতিবন্ধকতাও। দুরন্ত ফিটনেসের কারণে ১২০ মিনিট হয়তো টেনে দিতে পারছেন, কিন্তু পাঁচ-ছ’বছর আগের রোনাল্ডোকে পাওয়ার প্রত্যাশা অমূলক। দেওয়াল লিখনটা পড়তে পারছেন তিনি। তাই ম্যাচ শেষে রোনাল্ডো জানিয়ে দিলেন, ‘এটাই আমার শেষ ইউরো। সমর্থকদের ভালোবাসায় আপ্লুত।’ 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা