খেলা

রোমানিয়াকে হারাতে টোটাল ফুটবলই ভরসা ডাচ শিবিরের

মিউনিখ: রিনাস মিশেলের হাত ধরেই টোটাল ফুটবলের প্রসার ঘটেছিল নেদারল্যান্ডসে। প্রথমে আয়াখস এবং পরবর্তীতে জাতীয় দলেও এই স্টাইল রপ্ত করেছিলেন ফ্র্যাঙ্ক রাইকার্ড-রোনাল্ড কোম্যানরা। ১৯৮৮ ইউরোতে ডাচদের সাফল্যের নেপথ্যে টোটাল ফুটবলের অবদান অনেকটাই। সেই দলের অন্যতম সদস্য ছিলেন বর্তমান কোচ কোম্যান। তাঁর প্রশিক্ষণে গ্রুপ পর্বে অবশ্য নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ গাপকো-ডিপেরা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হয়ে কোনওক্রমে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে নেদারল্যান্ডস। শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে ২-৩ ব্যবধনে বশ মানে ডাচ ব্রিগেড। স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্সে মোটেই খুশি নন কোচ কোম্যান। নক-আউটের লড়াইয়ে নামার আগে তাই আরও একবার টোটাল ফুটবল কী, সেটাই  ফুটবলারদের মনে করিয়ে দিতে চাইছেন এই ডাকাবুকো ফুটবলার। মঙ্গলবার রাউন্ড অব সিক্সটিনে রোমানিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। কৌলিন্যের নিরিখে এই ম্যাচে প্রতিপক্ষের চেয়ে কয়েক যোজন এগিয়ে কমলা-ব্রিগেড। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে কিছুটা হলেও পিছিয়ে থেকেই মঙ্গলবার মাঠে নামতে চলেছে নেদারল্যান্ড। লক্ষ্য একটাই, গ্রুপ পর্বের ভুল শুধরে সহজ জয়ের মধ্যে দিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করা।
গ্রুপ পর্বে ইউক্রেনকে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিল রোমানিয়া। পরের দু’ম্যাচে অবশ্য মাত্র এক পয়েন্ট পেলেও হেড টু হেড নিরিখে লুকাকুদের পিছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছয় তারা। উল্লেখ্য, ২০০০ সালের পর এই প্রথম ইউরোপিয়ান সার্কিটে নক-আউটে খেলতে নামছে রোমানিয়ানরা। তাই নেদারল্যান্ডসে হারিয়ে আরও এক চমক দিতে তৈরি তারা।
দিনের অপর ম্যাচে অস্ট্রিয়ার প্রতিপক্ষ তুরস্ক। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, পোল্যান্ডের মতো দলকে হারিয়ে চমক দিয়েছিল রালফ রাংনিকের ছেলেরা। ‘গ্রুপ অব ডেথ’এ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পৌঁছয় তারা। স্বাভাবিকভাবেই মঙ্গলবার ফেভারিট হিসেবেই মাঠে নামতে চলেছে অস্ট্রিয়া।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা