রাজ্য

রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, রাজ্যজুড়ে সড়ক-সমীক্ষা, জিও ম্যাপিং করবে নবান্ন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি বিভিন্ন এলাকায় রাস্তা খারাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে ‘সড়ক সমীক্ষা’ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর, জিআইএস ম্যাপিং করে গ্রামীণ সহ বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তার বর্তমান পরিস্থিতির অবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে প্রায় চার হাজার কোটি টাকার কাজের অনুমোদন আটকে রেখেছে কেন্দ্র। এনিয়ে একাধিকবার মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও এই অনুমোদন দেওয়া নিয়ে টুঁ শব্দ করেনি কেন্দ্র। তবে দিল্লির অপেক্ষা না করে নির্বাচনের কয়েকমাস আগেই ‘পথশ্রী’তে ১২ হাজার কিমি রাস্তা তৈরির কাজ হাতে নেয় রাজ্য। তার মধ্যে নতুন করে এই সমীক্ষার কাজও চলবে। 
রাজ্যের এক আধিকারিক জানান, বর্তমানে একাধিক মাধ্যমে রাস্তা তৈরি বা সম্প্রসারণের অনুরোধ এসে পৌঁছয় রাজ্য সরকারের কাছে। সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন, জন প্রতিনিধি এবং জেলা প্রশাসনের মাধ্যমে এলাকাবাসীদের দাবি হিসেবে রাস্তা তৈরির আবেদন উঠে আসে। তবে রাজ্য সরকরের কাছে একটি নির্দিষ্ট তথ্যভাণ্ডার থাকলে সহজেই বোঝা যাবে—কোন রাস্তার কী পরিস্থিতি। সেক্ষেত্রে কোথাও নতুন রাস্তার প্রয়োজন আছে কি না, কোথায় কোথায় মেরামতির প্রয়োজন রয়েছে, কোন রাস্তা কতদিন আগে তৈরি বা মেরামত করা হয়েছিল প্রভৃতি। পুরো বিষয়টিই থাকবে রাজ্যের মুঠোয়। সেক্ষেত্রে কোনও রাস্তা তৈরির পাঁচবছরের মধ্যে খারাপ হয়ে গেলেই ধরা হবে সংশ্লিষ্ট ঠিকাদারকে।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা