রাজ্য

আগামী মরশুমে চাষিদের ধান কিনতে আরও ১০০ সিপিসি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে ধান কেনার জন্য রাজ্যে আরও ১০০টি কেন্দ্রীয় ক্রয় কেন্দ্র (সিপিসি) খোলা হবে। এর মধ্যে নির্দিষ্ট জায়গায় অবস্থিত ও ভ্রাম্যমাণ গাড়ির সিপিসি থাকবে। বুধবার খাদ্যশ্রী ভবনে ধান কেনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি ২০২৩-২৪ খরিফ মরশুমে খাদ্যদপ্তর নির্দিষ্ট জায়গায় ৫৩৫টি এবং ৮৯টি ভ্রাম্যমাণ সিপিসি চালাচ্ছে। আরও বেশি সংখ্যক চাষি যাতে সিপিসি-তে গিয়ে ধান বেচতে পারেন তার জন্য সংখ্যা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিপিসিতে ধান বেচলে চাষিরা এমএসপির অতিরিক্ত প্রতি কুইন্টালে ২০ টাকা হারে বোনাস পান। সিপিসি ছাড়াও সমবায় সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী, ফার্মার কোম্পানি (এফপিও) প্রভৃতির মাধ্যমে চাষির কাছ থেকে ধান কেনে সরকার। 
বুধবারের বৈঠকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও ধান কেনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা ও দপ্তরের আধিকারিক এবং রাইস মিল মালিকদের সংগঠনের প্রতিনিধিরা ছিলেন। চলতি মরশুমে যে প্রক্রিয়ায় চাষির কাছ থেকে ধান কেনা হচ্ছে, সেই ব্যবস্থা আগামী মরশুমে অব্যাহত থাকবে। স্বচ্ছতা বজায় রাখতে  ই-পপ যন্ত্র ব্যবহার করা হবে ধান ক্রয় কেন্দ্রগুলিতে। চাষিদের আধার যাচা‌ই করা হবে। কৃষকবন্ধু পোর্টাল থেকে চাষিদের পরিচয় খতিয়ে দেখা হবে। গোটা মরশুমে একজন চাষি সর্বোচ্চ ৯০ কুইন্টাল পর্যন্ত ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন। প্রথম দফায় অবশ্য ৩০ কুইন্টাল কেনা হবে। আগামী মরশুমে ৬৮ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা রাখতে চাইছে দপ্তর। এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য মন্ত্রিসভা নেবে। সরকারের কাছ থেকে ধান ভানিয়ে চাল উৎপাদনের জন্য রাইস মালিকদের আরও বেশি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতে হবে। ৫০০ কুইন্টাল ধানের জন্য গ্যারান্টি ২৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করতে চাইছে দপ্তর। এই বৃদ্ধির বিষয়টি খাদ্যদপ্তরকে বিবেচনা করার জন্য রাইস মিল মালিকদের সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক অনুরোধ করেন। আগস্ট মাসের মধ্যেই রাইস মিলগুলিকে নথিভুক্তির কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে। 
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা