রাজ্য

বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ ঘিরে ফের জটিলতা বিএড কোর্সে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিএড কোর্স ঘিরে ফের তৈরি হচ্ছে জটিলতা। কলেজগুলির অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বিএড কলেজগুলির অনুমোদনের লিঙ্ক দিয়েছে ইতিমধ্যেই। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হল ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। তারা অর্থের বিনিময়ে অনুমোদন প্রদান, প্রশ্নফাঁস, ব্যাঙ্ক স্টেটমেন্ট এডিট করে আর্থিক 
হিসেব ভুল দেখিয়ে কলেজগুলির অনুমোদন আদায়ে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেই অভিযোগ এনেছে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে উচ্চশিক্ষা দপ্তরের 
তরফে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে তারা। 
২০২৩ সালে বেসরকারি বিএড কলেজগুলির অনুমোদন ঘিরে বিস্তর জলঘোলা হয়। এই অবস্থায় মঙ্গলবার অনুমোদনের লিঙ্ক দিয়েছে বিশ্ববিদ্যালয়। ১০ দিন তা খোলা থাকবে। তাতে বিভিন্ন তথ্যাদি দিয়ে আবেদন জানাতে হবে কলেজগুলিকে। বিশ্ববিদ্যালয়ের তরফে অনুমোদন দেওয়ার সম্মতিবার্তা পাওয়ার তিনদিনের মধ্যে নির্ধারিত ফি জমা করতে হবে। তারপরেই মিলবে চূড়ান্ত অনুমোদন। ২০২৩ সালে যারা অনুমোদন পায়নি, তারা আগে সমস্ত যোগ্যতার শর্তপূরণ করে রেজিস্ট্রারের কাছে আবেদন জানাবে। তার ভিত্তিতে তারা লিঙ্ক পাবে। তার মধ্যেই সংগঠনের তোলা ১৪ দফা অভিযোগ ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। 
এই অভিযোগ সম্পর্কে অবশ্য কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত সোমা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সংগঠনটির কোনও রেজিস্ট্রেশন নেই বলেই শুনেছি। তবে, ওদের অভিযোগপত্র হাতে এসেছে। ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়া হবে।’ অন্দরের খবর, আজই অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে পারে বিশ্ববিদ্যালয়। সোমাদেবী অভিযোগ করেন, ‘সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের জনৈক অধ্যাপক আবার বেসরকারি বিএড কলেজও চালান। এটা করা যায় না। এমন ব্যক্তিই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কুৎসা করছেন।’ আবার পাল্টা হিসেবে কলেজগুলির দাবি, বিশ্ববিদ্যালয়েও নানা অনিয়ম রয়েছে। মামলা হলে তারাও সেগুলি তুলে ধরবে। যদিও, এই ইস্যুতে বেসরকারি কলেজগুলির সংগঠন ইউনাইটেড ফোরামের সভাপতি তপন বেরা বিশ্ববিদ্যালয়ের পাশেই দাঁড়িয়েছেন।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা