দেশ

আজ প্রধানমন্ত্রীর জবাবি ভাষণেই মুখরক্ষার হাতিয়ার খুঁজছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ নরেন্দ্র মোদি জবাব দেবেন রাহুল গান্ধী এবং ইন্ডিয়া জোটকে। রাষ্ট্রপতির অভিভাষণ নিয়ে আলোচনায় লোকসভায় সরকারের জবাবি ভাষণে মোদি কী বলবেন? আগ্রহ এখন সেদিকেই। প্রত্যাশিতভাবে রাহুল গান্ধীই হবেন তাঁর প্রধান নিশানা। ইন্ডিয়া জোটও ছাড় পাবে না।  কিন্তু এই প্রথম বিজেপির অন্দরে প্রবল টেনশন। কারণ, এই লোকসভা বিগত দু’দফার মতো একতরফা আগ্রাসী গরিষ্ঠতার মঞ্চ নয়। বিজেপি যেমন এককভাবে ২৪০ জনের শক্তি নিয়ে থাকছে, তেমনই ইন্ডিয়া জোট ঠিক উলটোদিকেই ২৩২ জন নিয়ে বসছে। সুতরাং মোদি তীব্র আক্রমণ করবেন আর বিরোধীরা ছত্রভঙ্গ হয়ে নিছক প্রতীকি ওয়াক আউট করে  চলে যাবে নাকি বক্তব্যের মধ্যে লাগাতার চলবে পাল্টা বাধাদান। অর্থাৎ ওয়াক আউট নাকি সম্মুখ সমর? 
১০ বছরে এই প্রথম। লোকসভা এবং রাজ্যসভায় কোনও একটি বিতর্কপর্বে দিশাহারা দেখাচ্ছে বিজেপি তথা নরেন্দ্র মোদি-অমিত শাহদের। রাহুল গান্ধী থেকে মল্লিকার্জুন খাড়্গের বিস্ফোরক ভাষণের ছত্রে ছত্রে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ, কটাক্ষ, আক্রমণ এবং অজ্ঞতার কাঠগড়ায় দাঁড় করানো তো আছেই। তার সঙ্গে ইন্ডিয়া জোটের গনগনে উপস্থিতি। বিরোধীদের কোনও একটি মন্তব্যের বিরোধিতায় বিজেপি বেঞ্চ প্রতিবাদ করলেই, ইন্ডিয়া জোটের শরিকরা সম্মিলিতভাবে পাল্টা চড়া সুরে উচ্চকণ্ঠে থামিয়ে দিচ্ছে। রাহুল গান্ধী কখনও মহাত্মা গান্ধী সম্পর্কে নরেন্দ্র মোদির অজ্ঞতার উদারহণ দিয়ে বিদ্রুপ করলে ইন্ডিয়া জোট একযোগে অট্টহাসি করেছে। কখনও হিন্দু-মুসলিম বিভাজন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যকে টেনে আনলে ইন্ডিয়া জোট শেম শেম বলে চিৎকার করেছে। রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গের আগুনে ভাষণে মাঝেমধ্যেই রাজ্যসভার চেয়ারম্যান রাশ দেওয়ার চেষ্টা করেছেন। খাড়্গে শুনেছেন ধনকড়ের বক্তব্য। তারপর বলেছেন, আমি যা বলেছি, যা মনে করেছি, সেটাই আমাদের অবস্থান। আমাদের বক্তব্য থেকে এক চুলও সরব না। সুতরাং, সংসদে হঠাৎ করেই দেখা যাচ্ছে সংখ্যার শক্তি। যাকে বলা হয় বডি ল্যাংগুয়েজ। সেটাই যেন পাল্টে গিয়েছে একটি ভোটের ফলাফলে। বিজেপি শাসক দল হয়েও দৃশ্যত ব্যাকফুটে। আর বিরোধী বেঞ্চে বসেও ইন্ডিয়া জোটের আচরণে যেন নব যৌবনের তেজ। অতএব আকুল হয়ে বিজেপি অপেক্ষা করছে মোদি আজ কীভাবে মুখরক্ষা করবেন সেই প্রতীক্ষায়।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা