দেশ

রাজ্যসভায় প্রথম ভাষণ সুধা মূর্তির, প্রশংসা মোদির

নয়াদিল্লি: রাজ্যসভার সদস্য হিসেবে প্রথম ভাষণে। আর তাতেই সুধা মূর্তি আদায় করে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তারিফ।  দেশের মহিলার স্বাস্থ্য নিয়ে মঙ্গলবার সংসদের উচ্চকক্ষে ১৫ মিনিট ভাষণ দেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী। তাতে উঠে আসে দেশের নারীসমাজের বিভিন্ন রোগ এবং তার জেরে মৃত্যুর প্রসঙ্গ। তিনি বলেন, যখন কোনও মায়ের মৃত্যু হয়, তখন হাসপাতালের জন্য তা শুধু একটা সংখ্যা মাত্র। কিন্তু একটা পরিবারের কাছে তা একটা বিপর্যয়। তিনি মহিলাদের ক্যানসার রুখতে টিকাকরণের পক্ষেও সওয়াল করেন।  সুধা বলেন, ‘৯ থেকে ১৪ বছরের কিশোরীকে সার্ভিক্যাল ক্যানসারের টিকা দেওয়া হয়। এই টিকা যদি কিশোরীরা নেয়, তাহলে তারা ক্যানসারের হাত থেকে রক্ষা পাবে।’ 
সুধামূর্তির এই ভাষণের প্রশংসা করে মোদি বলেন, মহিলাদের স্বাস্থ্য নিয়ে তিনি (সুধামূর্তি) যে উদ্বেগ প্রকাশ করেছেন, তার জন্য ধন্যবাদ। সরকার গত দশ বছর ধরেই মহিলাদের স্বাস্থ্য পরিষেবার দিকে বিশেষ নজর দিয়েছে। সরকারি প্রকল্পের আওতায় দেশজুড়ে প্রত্যন্ত এলাকাতেও যেভাবে শৌচালয় গড়ে তোলা হয়েছে, তার জন্য মহিলারা উপকৃত হয়েছেন। এছাড়া সন্তানসম্ভবা মহিলাদের টিকাকরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রসঙ্গত, নারী দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুধামূর্তিকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছিলেন। 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা