দেশ

মহারাষ্ট্রে জিকা ভাইরাসে  আক্রান্ত ৮, সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেষ দেখা গিয়েছিল আট বছর আগে। ২০১৬ সালে। তারপর উদ্বেগ বাড়িয়ে আবার ফিরল ‘জিকা’ ভাইরাস সংক্রমণ। মহারাষ্ট্রের পুনে, কোলাপুর আর সাঙ্গামানারে আক্রান্ত আটজন। আর এই খবর পাওয়া মাত্রই সব রাজ্যকে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বললেন, ‘এখনও সংক্রমণ ছড়ায়নি। তাই চিন্তার কিছু নেই। তাও সব রাজ্যকে সজাগ থাকতে বলা হয়েছে। গোড়াতেই রুখতে হবে।’ উল্লেখ্য, ২০১৬ সালে দিল্লি, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, কেরল, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মতো আট রাজ্যে জিকা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছিল। 
এডিশ মশা থেকে ছড়ায় এই রোগ। অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার। কারণ, জিকা ভাইরাসে আক্রান্ত হলে বাচ্চার মাথার মাপ ছোট হয়। যা পরবর্তীকালে সমস্যা তৈরি করতে পারে। তাই কোনও অন্তঃসত্ত্বা মহিলার শরীরে জিকা ভাইরাসের নমুনা মিললে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে বলা হয়েছে, এডিশ মশার দাপট আটকাতে তৎপর হতে হবে।  এজন্য বাসস্থান, স্কুল কলেজ এলাকা, হাসপাতাল, কর্মস্থল সহ সেখানে নির্মাণকার্য চলছে, সেইসব জায়গায় নজরদারি বাড়াতে হবে। সামাজিক মাধ্যমে এব্যাপারে প্রচার বাড়ানোরও পরিকল্পনা করেছে স্বাস্থ্যমন্ত্রক। যদিও জিকা ভাইরাস পরীক্ষার কেন্দ্র গোটা দেশে বেশি নেই। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির পাশাপাশি আইসিএমআরের কিছু নির্দিষ্ট গবেষণাগারেই জিকা ভাইরাসের পরীক্ষা হয়। তাই এডিশ মশা কামড়ালে জিকা হয়েছে কিনা, তা বুঝে উঠতেই সময় লাগবে।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা