দেশ

ফের মোদি বিরোধী আন্দোলনের প্রস্তুতি, ১০ জুলাই বৈঠক সংযুক্ত কিষাণ মোর্চার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  মোদি বিরোধিতায় ফের একজোট হচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। সীমানা এলাকাগুলিতে কেন্দ্র বিরোধী বিক্ষোভ আন্দোলন আবারও জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। আর এই ইস্যুতেই আগামী সপ্তাহে দিল্লিতে জরুরি বৈঠক ডাকল সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি। আগামী ১০ জুলাই ওই বৈঠক করবে সংযুক্ত কিষান মোর্চা। কেন্দ্র-বিরোধী পরবর্তী আন্দোলন কর্মসূচির রূপরেখা তৈরির ওই বৈঠকের উদ্দেশ্য বলে জানিয়েছে কিষান মোর্চা। কৃষকদের একজোট হয়ে ফের আন্দোলনের চিন্তাভাবনাকে রীতিমতো ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নিট-নেট ইস্যুতে আজ বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে অবিজেপি ছাত্র সংগঠনগুলি। 
এহেন ঘটনাক্রমে স্বাভাবিকভাবেই কেন্দ্রের এনডিএ সরকারের অন্দরে আশঙ্কার মেঘ দানা বাঁধতে শুরু করেছে। কারণ চলতি বছরেই দেশের কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ফের কৃষক আন্দোলন দানা বাঁধতে শুরু করলে বিধানসভা নির্বাচনগুলিতে প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করছে গেরুয়া শিবির। বিশেষ করে হরিয়ানার ভোট নিয়ে যথেষ্টই চিন্তিত বিজেপি। এবারের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে হরিয়ানা গেরুয়া শিবিরকে যথেষ্টই চাপে রেখেছে। এই অবস্থায় কৃষক আন্দোলন বিজেপি বিরোধী ক্ষোভের আগুনে ঘি ঢালতে পারে বলেই মনে করছে দল। 
ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দু’দফায় সেই আন্দোলন হয়েছে। তারপরেও ফসলের এমএসপিকে আইনের আওতায় নিয়ে আসেনি কেন্দ্র। ফলে এবার কিষান মোর্চার হুঁশিয়ারি, ‘হয় এসপার, নয় ওসপার।’ তবে শুধুই আন্দোলনকারী কৃষকরা নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেগ দিতে প্রস্তুতি নিচ্ছে ছাত্র সংগঠনগুলিও। প্রশ্নফাঁস কেলেঙ্কারি, নিট-নেট ইস্যুতে আজ, বৃহস্পতিবার দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই সহ সবক’টি বামপন্থী ছাত্র সংগঠন। অন্যান্য অবিজেপি দলের ছাত্র সংগঠনগুলিকেও এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রেও সেই ‘ইন্ডিয়া’ জোটের পথেই হাঁটতে চাইছে ছাত্র সংগঠনগুলি। বুধবারই দিল্লির যন্তরমন্তরে প্রায় সবক’টি অবিজেপি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ঐকবদ্ধভাবে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বাতিলের দাবি তোলা হয়েছে এদিন।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা