কলকাতা

কল খোলা দেখলেই বন্ধ করতে ছোটেন অমরনাথ

সুকান্ত বসু, কলকাতা: কল থেকে শুধু শুধু জল পড়তে দেখলেই ছোটেন অমরনাথ। বন্ধ করে তবে শান্তি। কেউ কল বন্ধ না করলে তেড়ে ধমক দেন। কেউ বলেন, বাতিকগ্রস্ত। কেউ বলেন, ছেলেটা দূরদর্শী। জলের মর্ম বোঝে। কেউ বলেন, সবার বুদ্ধি অমরের মতো হোক। ধমক খাওয়া কেউ আবার চটে রয়েছেন। জলের অপর নাম জীবন-সে কথার সঙ্গে তাল মিলিয়ে অমরনাথের নামই দিয়ে দিয়েছেন ‘জীবন’। অমরনাথ অবশ্য এসব কিছুই গায়ে মাখেন না। ঠা ঠা রোদে, ভরা বৃষ্টিতে, মনোরম সন্ধ্যায় বা নিশুতি রাতে যেখানে কল খোলা পান, বন্ধ করে দেন। তারপর শান্তি আসে তাঁর মনে।
কয়েক বছর আগে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল। একটি বাঁদর রাস্তার কলে মুখ ঠেকিয়ে জল খেল। তারপর কলটি প্যাঁচ ঘুরিয়ে বন্ধ করে দিল। দেশের তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার পর্যন্ত ভিডিওটি পোস্ট করে সচেতনতার বার্তা দিয়েছিলেন। তারপর নেটিজেনদের অনেকের বক্তব্য ছিল, একটি বাঁদরেরও যে সচেতনতা আছে তা ভারতের অনেক নাগরিকের মধ্যে দেখা যায় না। তাঁরা জল নষ্ট করেই চলেছেন। অমরনাথ এই শ্রেণির অসচেতন নাগরিকদেরই শিক্ষা দিতে বনের মোষ তাড়িয়ে চলেন ঘরের খেয়ে।  
এদিন দুপুরের রোদ বেশ চড়া। এদিন কাজেও যাননি অমর। ফলে ফাঁকা বসেছিলেন। তারপর মনটা খচখচ করায় রোদ্দুরের মধ্যেই বেরিয়ে পড়লেন কল বন্ধ করতে। তা করতে করতে রাজবল্লভ স্ট্রিট থেকে শ্যামবাজার। তারপর হাতিবাগান ছাড়িয়ে হেদুয়া পর্যন্ত ছুটলেন। গোটা তিরিশেক কল বন্ধ করে তবে শান্তি এল মনে। বললেন, ‘এখন আমরা টাকা দিয়ে জল কিনে খাই। কিন্তু এমন একটা দিন আসবে যখন স্নান করার জন্যও জল কিনতে হবে, স্যার। আমাদের সকলের জল অপচয় বন্ধ করা উচিত।’  
অমরনাথের জন্ম পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। তাঁর বাবা মানুষের বাড়ি পুজো‑অচর্নার কাজ করেন। সপ্তম শ্রেণিতে পড়ার সময় অমরের বুকের অসুখ ধরা পড়ে। সমস্যা কঠিন আকার নেয়। বুকে অপারেশন করতে হয়। তারপর মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা। আর্থিক সমস্যা কঠিন আকার নেওয়ায় লেখাপড়ায় ইতি। তারপর যখন যেমন কাজ পান তা করেন। শেষপর্যন্ত এলেন কলকাতায়। ছোটখাট যা কাজ পেতেন করতেন। এখনও তাই করেন। রোজগারের কিছু টাকা বাবাকে পাঠান। কিছু টাকা দিয়ে নিজের পেট চালান। এই করতে করতে জল অপচয় চোখে পড়ে। শহুরে কিছু মানুষের বুদ্ধিসুদ্ধির অভাব দেখে গা পিত্তি জ্বলে যেত। তারপর নিজে কল বন্ধ করার কাজে নিয়মিত লেগে পড়েন। অমরনাথের বয়স এখন ২১। যতদিন বাঁচবেন অক্লান্ত হয়ে কল বন্ধ করে জল নষ্ট রুখে যাবেন। বললেন,‘যে রাস্তা দিয়েই যাই জল পড়তে দেখলে কল বন্ধ করে দেব। আর যদি দেখি কল বন্ধ না করে কেউ চলে যাচ্ছেন, তাঁকে অনুরোধ করব কল বন্ধ করে যান প্লিজ।’
উনি খুব প্রয়োজনীয় একটি কাজ করছেন। ওঁকে দেখে সকলের শেখা উচিত। অমরনাথকে সেলাম’-বলেন,শ্যামবাজার-বাগবাজার-হাতিবাগানের বহু বাসিন্দা। উন্নত সমাজের জন্য, ভবিষ্যতের সুন্দর পৃথিবীর জন্য কয়েকজন অমরনাথ যদি নিয়মিত জন্ম নেন, তাহলে হয়ত দুনিয়াটার চরিত্রটাই বদলে যেত।  নিজস্ব চিত্র
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা