দেশ

বিহারে ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকা লুট

পাটনা: ঘড়িতে সকাল ১০টা বেজে ২০ মিনিট। সদ্য খুলেছে একটি বেসরকারি ব্যাঙ্কের দরজা। আচমকা সশস্ত্র কয়েকজন ঝাঁপিয়ে পড়ে ব্যাঙ্ককর্মীদের উপর। মাথায় বন্দুক ঠেকিয়ে চলে লুটপাট। কমপক্ষে ৫০ লক্ষ টাকা লুট হয়েছে বলে খবর। অন্য একটি সূত্রে অবশ্য দাবি, এক কোটি টাকা লুট করা হয়েছে। বিহারের শেখাপুরা জেলার শ্রীকৃষ্ণ চকের ওই বেসরকারি ব্যাঙ্কের শাখার ঘটনায় কমপক্ষে ১২ জন যুক্ত ছিল বলে অনুমান পুলিসের। জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ব্যাঙ্কের বাইরে অপেক্ষা করছিল  দুষ্কৃতীরা। ব্যাঙ্ক খুলতেই কর্মীদের উপর হামলা চালায় তারা। কর্মী ও গ্রাহকদের মোবাইল কেড়ে নেওয়া হয়। প্রথমেই স্ট্রংরুমে ঢুকে পড়ে কয়েকজন। সেখান থেকে যায় ক্যাশ কাউন্টারে। পালানোর আগে এক মহিলার ব্যাগও ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের থামাতে গিয়েছিলেন ব্যাঙ্ক ম্যানেজার। তাঁকেও বেধড়ক মারধর করা হয়। কর্মী ও যে ক’জন গ্রাহক সে সময় ব্যাঙ্কে ছিলেন তাঁদের বেঁধে রেখে দু’টি বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ১০ মিনিটের মধ্যে ঘটা পুরো ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিস।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা