দেশ

রেলের শূন্যপদ নিয়ে সংসদে সরব খাড়্গে, দায়সারা মন্তব্য মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গত বছর জুনে বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। এক বছরের মাথায় নির্মলজ্যোতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। দু’টো ক্ষেত্রেই বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রেলের লক্ষ লক্ষ শূন্যপদ। এবার ফের তা উঠে এলো সংসদেও। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভায় প্রসঙ্গটি তোলেন মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু তার জবাবে এদিন একপ্রকার দায়সারা জবাবই দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 
সোমবার রাজ্যসভায় খাড়্গে বলেন, ‘দেশে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে। অথচ ভারতীয় রেলে তিন লক্ষেরও বেশি পদ শূন্য রয়েছে। রেলমন্ত্রক সর্বাগ্রে এইসব শূন্যপদ পূরণের বন্দোবস্ত করুক।’ ঘটনাচক্রে সেইসময় রাজ্যসভাতেই উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের শূন্যপদ নিয়ে রেলমন্ত্রীকে জবাব দিতে বলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। উঠে দাঁড়িয়ে রেলমন্ত্রী বলেন, ‘১০ বছরে প্রায় পাঁচ লক্ষ কর্মী নিয়োগ করেছে ভারতীয় রেল।’ 
এইসময় খাড়্গে রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেন, তাঁর আর মাত্র মিনিটপাঁচেক মতো বলা বাকি আছে। তারপর রেলমন্ত্রী যা বলার বলুন। তা মঞ্জুরও করেন রাজ্যসভার চেয়ারম্যান। খাড়্গের বক্তব্য শেষ হলে ধনখড় ফের রেলমন্ত্রীকে শূন্যপদ নিয়ে বলতে বলেন। জবাবে রেলমন্ত্রী জানান, তিনি যা বলার বলে দিয়েছেন। এত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গে বৈষ্ণব এহেন উত্তরকে একপ্রকার ‘দায় এড়ানো’ বলেই মানছে সংশ্লিষ্ট মহল। বিরোধীদের দাবি, আগামী দিনেও রেলের শূন্যপদ নিয়ে এনডিএ সরকারকে চেপে ধরা হবে। সম্প্রতি ট্রেনের সহ-চালকের শূন্যপদের সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি করেছে রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরই এহেন সিদ্ধান্ত হয়েছে।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা