দেশ

৫০ লক্ষ টাকার জরিমানা তৃণমূল সাংসদ সাকেতের

নয়াদিল্লি: মানহানি মামলায় জোর ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সাকেত গোখলে। সোমবার তাঁকে ৫০ লক্ষ টাকা জরিমানা করল দিল্লি হাইকোর্ট। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তাঁকে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্তত ছ’মাস সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে রাখতে হবে তাঁর এই ক্ষমা-বার্তা। এছাড়া কোনও প্রথম সারির সংবাদপত্রে তাঁকে ক্ষমা চেয়ে বিবৃতি দিতে হবে বলেও আদালত নির্দেশ দিয়েছে। সাকেতের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের ১৩ এবং ২৬ জুন এক্স হ্যান্ডলে (তখন ট্যুইটার) প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরী সুইজারল্যান্ডে সম্পত্তি কিনেছেন বলে মন্তব্য করেন। তাঁর অভিযোগ ছিল, এই ক্রয় আয়ের সঙ্গে সঙ্গতিহীন। ট্যুইটে তিনি উল্লেখ করেছিলেন, লক্ষ্মীর স্বামী হলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী। এরপরেই সাকেতের বিরুদ্ধে মামলা করেন লক্ষ্মী। 
আইনি পরামর্শদাতা সংস্থা করনজেওয়ালা অ্যান্ড কোম্পানির মাধ্যমে সাকেতের বিরুদ্ধে মামলা করেন লক্ষ্মী। তাঁর দাবি, ‘মিথ্যা এবং আংশিক তথ্যের ভিত্তিতে এই অভিযোগ করা হয়েছে।’ তাঁকে এবং তাঁর পরিবারকে কালিমালিপ্ত করার অভিযোগে মানহানি মামলা করেন প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী। তাঁর যুক্তি, ভারত সরকারের হয়ে ডেপুটেশনে তিনি রাষ্ট্রসঙ্ঘের বাণিজ্য এবং উন্নয়ন সংক্রান্ত কনফারেন্সে (ইউএনসিটিএডি) কাজ করেছেন। তাছাড়া অভিযোগের সময় তিনি কোনও সরকারি পদে ছিলেন না। তাই অনুমোদন ছাড়া তাঁর ব্যক্তিগত লেনদেন প্রকাশ্যে আনা যায় না। কোনও রকম তথ্যপ্রমাণ যাচাই না করে এই অভিযোগ আনা হয়েছে। এতে তাঁর স্বামী মন্ত্রী হরদীপ সিং পুরীর সততা প্রশ্নের মুখে পড়েছে। অন্যদিকে, সাকেতের আইনজীবীর যুক্তি, দেশের নাগরিক হিসেবে সরকারি পদাধিকারীদের নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাঁর মক্কেলের রয়েছে। তবে সেই যুক্তি খারিজ করে সাকেতকে বিপুল অঙ্কের জরিমানা করেন বিচারপতি অনুপ জয়রাম ভাম্বানির বেঞ্চ।  
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা