দেশ

অসমের বন্যা পরিস্থিতি ঘোরালো, মৃত আরও ৩, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর  

বিশেষ সংবাদদাতা, আগরতলা: অতি বৃষ্টির ফলে সোমবার অসমের বন্যা পরিস্থিতির ফের অবনতি। মৃত্যু হল আরও তিন জনের। ব্রহ্মপুত্র নদীর জলস্তর নেয়ামতি ঘাটে বিপদসীমার উপর দিয়ে বইছে। তেজপুর ও অন্যান্য নদীর জলও বিপদসীমা ছাড়িয়েছে। 
বিধ্বংসী বন্যায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। ধেমাজি জেলায় রবিবার দু’জনের মৃত্যু হয়। সোমবার তিনসুকিয়া জেলাতেও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গোলাঘাটে নিখোঁজ একজন। সবমিলিয়ে চলতি বর্ষার মরশুমে উত্তর-পূর্বের এই রাজ্যে বন্যা, ভূমিধস ও বজ্রাঘাতে অন্তত ৩২-৩৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে চলতি দুর্যোগে  ক্ষতিগ্রস্তের  সংখ্যা ৬ লক্ষাধিক। 
এরইমধ্যে উদ্বেগ বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। মৌসম ভবন (আইএমডি) নলবাড়ি, কার্বি আংলং, ডিমা হাসাও, তিনসুকিয়া সহ গোটা অসম এবং উত্তর পূর্বাঞ্চলেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। প্রতিবেশী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ অসমে বন্যা পরিস্থিতি ঘোরালো করে তুলেছে। ব্রহ্মপুত্র ছাড়াও এর সমস্ত উপনদীগুলিও জলস্তর বিপদসীমা ছাপিয়েছে।  এই পরিস্থিতিতে সতর্ক প্রশাসন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। তাঁকে ফোন করে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা