দেশ

লাদাখে নদীর প্রবল স্রোতে ভেসে গেল ট্যাঙ্ক, শহিদ সেনাবাহিনীর পাঁচ জওয়ান

বিশেষ সংবাদদাতা, লে: লাদাখে ভারত-চীন সীমান্তে সায়ক নদীর জলে ভেসে গেলেন ভারতীয় সেনাবাহিনীর পাঁচ জওয়ান। এর মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে লাদাখের নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে শুক্রবার রাত একটা নাগাদ। জানা গিয়েছে, টি-৭২ ট্যাঙ্ক নিয়ে নদী পারপারের প্রশিক্ষণের সময়ে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায়। জলের প্রবল স্রোতে ট্যাঙ্ক সহ পাঁচ জওয়ান ভেসে যান। উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গেলেও নদীর প্রবল স্রোত এবং জলস্তর বেড়ে যাওয়ার কারণে কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। পরে, পাঁচজন জওয়ানের নিথর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর শোকপ্রকাশ করেছেন। ভারতীয় সেনাবাহিনী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও শোক জানিয়েছেন। শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ অনেকেই। 
জানা গিয়েছে, ঘটনাস্থল লে থেকে ১৪৮ কিলোমিটার দূরে পূর্ব লাদাখের মন্দির মোড়ে। সেনাবাহিনীর জনসংযোগ অফিসার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘২৮ জুন রাতে একটি সামরিক প্রশিক্ষণের সময়ে নদীতে হঠাৎ হড়পা বান আসে। পূর্ব লাদাখের সাসের ব্রাংসার কাছে সায়ক নদীতে একটি সেনা ট্যাঙ্ক দুর্ঘটনার কবলে পড়ে। প্রবল জলস্রোতে পাঁচ জওয়ান সহ সেটি ভেসে যায়। অনেক চেষ্টা করেও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। ভারতীয় সেনাবাহিনী তার পাঁচ সাহসী সহযোদ্ধাকে হারানোর জন্য দুঃখপ্রকাশ করছে।’ ‘এক্স’ হ্যান্ডলে গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ‘লাদাখে ট্যাঙ্ক নিয়ে নদী পেরনোর সময়ে দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সাহসী সেনাকে আমরা হারিয়েছি। এর জন্য গভীরভাবে দুঃখিত। দেশের প্রতি আমাদের বীর সেনাদের অবদান কখনও ভুলব না। তাঁদের শোকাহত পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই। এই গভীর দুঃখের সময়ে গোটা দেশ তাদের পাশে রয়েছে।’ খাড়্গে ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘একজন জুনিয়র কমিশনড অফিসার সহ ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন শহিদ হয়েছেন। এর জন্য গভীরভাবে মর্মাহত। এঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁদের অবদানকে গোটা দেশ কুর্নিশ করছে।’ শোকপ্রকাশ করে রাহুল বলেছেন, ‘এই শহিদদের অবদান দেশ কোনওদিন ভুলবে না।’ অপরদিকে, ‘এক্স’ হ্যান্ডলে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘প্রবল জলস্রোতে ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সদস্যের শহিদ হওয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক। এই শহিদদের আত্মার শান্তি কামনা করি।’
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৭ টাকা৮৪.৩১ টাকা
পাউন্ড১০৩.৯০ টাকা১০৭.৩৫ টাকা
ইউরো৮৮.১৭ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা