বিদেশ

আত্মীয়কে আমেরিকায় এনে জোর করে কাজ, ভারতীয় দম্পতির জেল 

ওয়াশিংটন: উচ্চশিক্ষার জন্য ভালো স্কুলে ভর্তি করানোর টোপ দিয়ে আনা হয়েছিল আমেরিকায়। তারপর সেই আত্মীয়কে দিয়ে নিজেদের গ্যাস স্টেশনে জোর করে কাজ করানোর অভিযোগ উঠল। এই ঘটনায় অনাবাসী ওই ভারতীয় দম্পতিকে কারাদণ্ডের নির্দেশ দিল মার্কিন আদালত। জানা যাচ্ছে, বর্তমানে ওই দম্পতির বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে যেভাবে তাঁরা নিজেদেরই আত্মীয়কে বছর তিনেক ধরে ঠকিয়েছেন, তার জেরেই এই সিদ্ধান্ত। অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ক্রিস্টেন ক্লার্ক বলেন, অভিযুক্ত হরমনপ্রীত সিং (৩১) ও স্ত্রী কুলবীর কাউরের (৪৩) সঙ্গে মিলে তুতো ভাইকে স্কুলে ভর্তির মিথ্যা টোপে আমেরিকায় নিয়ে আসেন। তারপর তিন বছর ধরে তাকে কখনও গ্যাস স্টেশনের কর্মী বা কখনও স্টোরের হেল্পার হিসেবে কাজ করতে বাধ্য করেন। এমনকী ওই কিশোরের পাসপোর্ট আটকে রেখে জোর করে কাজ করতে বাধ্য করা হয়। জানা গিয়েছে, ২০২১ সাল পর্যন্ত ওই নাবালককে দিয়ে দিনে অন্তত ১৭ ঘণ্টা কাজ করিয়েছেন অভিযুক্ত ওই দম্পতি। আদালতে শুনানির সময় বলা হয়, এক নাবালকের স্বাভাবিক ইচ্ছা ও সাধারণ জীবনযাপনের অধিকার খর্ব করার দায়েই হরমনপ্রীতকে ১৩ বছর এবং কুলবীরকে ৯ বছর কারদণ্ডের নির্দেশ দেওয়া হল। পাশাপাশি, নির্যাতিতকে ১ কোটি ৮৭ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। মামলার শুনানিতে চাঞ্চল্যকর বেশ কয়েকটি তথ্য সামনে এসেছে। জানা যাচ্ছে, ওই কিশোরকে নজরে রাখতে স্টোররুমের ভিতরে সিসি ক্যামেরার আওতায় শোওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এমনকী তাকে ঠিকমতো খেতেও দেওয়া হতো না। এমনও অভিযোগ উঠেছে যে, ওই কিশোর সাবালক হতেই তাকে অভিযুক্ত কুলবীরকে বিয়ে করতেও বাধ্য করা হয়। বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হয়, যদি সে আমেরিকা ছেড়ে যাওয়ার কথা বলে তাহলে এই বিয়ের সূত্র ধরেই তাঁর পরিবারের সম্পত্তি হাতিয়ে নেওয়া হবে। মামলাও দায়ের করা হবে। দীর্ঘ নির্যাতন পর্ব কাটিয়ে অবশ্য শেষ পর্যন্ত সুবিচার পেলেন ওই যুবক।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা