খেলা

ব্রাজিলের ১৫ মিনিটের স্পেলে ছারখার প্যারাগুয়ে

লাস ভেগাস: শেষ বাঁশি বাজতেই  মাঠে ঢুকে পড়লেন ডোরিভাল জুনিয়র। উদ্বেগ সরিয়ে ব্রাজিল কোচের চোখেমুখে চেনা আত্মবিশ্বাস। অভিজ্ঞ কোচ আবেগে ভাসার লোক নন। তবে প্রবল চাপ কাটিয়ে তাঁর ঝকঝকে দু’চোখে খুশির ঝিলিক। কোপায় প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে সেলেকাওরা। শনিবার প্যারাগুয়েকে হারাতে না পারলে আরও চাপ বাড়ত। কোণঠাসা পরিস্থিতিতে তুবড়ির মতো জ্বলে উঠলেন মিলিতাও, এনড্রিকরা। প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে কোপায় স্বমহিমায় ব্রাজিল। ভিনিসিয়াসের জোড়া গোল ছাড়াও স্কোরশিটে নাম তুললেন স্যাভিনহো। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান পাকুয়েতা। গ্রুপের শেষ ম্যাচে ডোরিভাল ব্রিগেডের প্রতিপক্ষ কলম্বিয়া। শনিবার ভালদেরামার দেশ ৩-০ ব্যবধানে বশ মানায় কোস্টারিকাকে। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে কলম্বিয়া। ব্রাজিলের সংগ্রহ চার পয়েন্ট। অর্থাৎ শীর্ষে থেকে পরের রাউন্ডে পৌঁছতে গেলে ব্রাজিলকে জিততেই হবে। 
আগের ম্যাচে ফিনিশারের অভাবে ভুগেছে ব্রাজিল।  প্যারাগুয়ের বিরুদ্ধে দ্রুত লক্ষ্যভেদের ভাবনায় ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজান ব্রাজিল কোচ। রাফিনহার পরিবর্তে প্রথম এগারয় জিরোনার উইং হাফ স্যাভিনহোকে খেলানো হয়। আক্রমণাত্মক ফুটবলের স্ট্র্যাটেজি শুরুতে অবশ্য কাজে আসেনি। বরং গুটিয়ে না থেকে পাল্টা আক্রমণে এসে ব্রাজিলকে চমক দেয় প্যারাগুয়ে। এরই মধ্যে ৩০ মিনিটে পেনাল্টি বাইরে মেরে গ্যালারির উদ্বেগ আরও বাড়িয়ে দেন পাকুয়েতা। চাপের প্রেসার কুকার থেকে দলকে টেনে বার করলেন ভিনিসিয়াস জুনিয়র। চালু সমালোচনা, রিয়ালের জার্সিতে ভিনি কাচ কাটা হিরে। জাতীয় দলের সেই পারফরম্যান্স কোথায়? প্যারাগুয়ের বিরুদ্ধে শুরু থেকেই বাড়তি তাগিদ দেখালেন তিনি। ৩৫ মিনিটে পাকুয়েতার সঙ্গে ওয়ান-টু খেলে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জাল কাঁপান ভিনিসিয়াস (১-০)। সেলিব্রেশনেই বোঝা গেল, কতটা তেতে ছিলেন তিনি। ৪৩ মিনিটে ইনসাইড-আউটসাইড করে প্যারাগুয়ে বক্সে ঢুকে পড়েন রডরিগো। তাঁর শট গোলকিপার রুখলে ফিরতি বল গোলে ঠেলেন স্যাভিনহো (২-০)। দিশাহারা প্যারাগুয়ে রক্ষণ কিছু বোঝার আগেই ফের আঘাত হাতে ব্রাজিল। এক্ষত্রে বল তাড়া করার পুরস্কার পেলেন ভিনিসিয়াস (৩-০)।  ১৫ মিনিটের  ছোট্ট স্পেলে পাসিং ফুটবলের ফুলঝুরি সাম্বা ফুটবল সমর্থকদের বড় প্রাপ্তি।
বিরতির পর কিছুটা গা ঝাড়া দেয় প্যারাগুয়ে। ৪৮ মিনিটে বাঁ পায়ের দুরন্ত শটে ব্যবধান কমান আলদেরেতে (৩-১)। তবে লাভের লাভ কিছু হয়নি। ৬৫ মিনিটে স্পটকিক থেকে জাল কাঁপাতে ভুল হয়নি পাকুয়েতার (৪-১)। ৮১ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন প্যারাগুয়ের কিউবাস।
ব্রাজিল-৪                  :                  প্যারাগুয়ে-১
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৭ টাকা৮৪.৩১ টাকা
পাউন্ড১০৩.৯০ টাকা১০৭.৩৫ টাকা
ইউরো৮৮.১৭ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা