খেলা

কোয়ার্টার ফাইনালে উঠল ইংল্যান্ড

জেলসেনকিরচেন: নাটকীয়ভাবে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। রবিবার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে অতিরিক্ত সময়ে তারা ২-১ হারাল স্লোভাকিয়াকে। প্রথমার্ধের ২৫ মিনিটে স্লোভাকিয়াকে ১-০ এগিয়ে দেন ইভান স্ক্রাঞ্জ। নির্ধারিত ৯০ মিনিটেও সমতা ফেরাতে পারেনি ইংল্যান্ড। তবে টানটান উত্তেজনার মধ্যে সংযোজিত সময়ের পঞ্চম মিনিটে সমতা ফেরান জুড বেলিংহ্যাম। পরাজয়ের খাঁড়া যখন মাথার উপর প্রায় নেমে এসেছে, তখনই ১-১ করেন তিনি। ইংল্যান্ডের দশ নম্বর জার্সির মালিকের দুরন্ত ওভারহেড কিক স্লোভাকিয়ার জালে বল জড়ায়। অতিরিক্ত সময়ের শুরুতেই, ম্যাচের ৯১ মিনিটে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন হেডে ২-১ করেন। স্লোভাকিয়া আর ম্যাচে ফিরতে পারেনি। 
জেলসেনকিরচেনের এই স্টেডিয়ামেই চলতি ইউরোর গ্রুপ পর্বে জিতেছিল ইংল্যান্ডে। সার্বিয়ার বিরুদ্ধে সেই জয়ই শেষ ষোলোর ম্যাচে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল থ্রি লায়ন্সদের। কোচ গ্যারেথ সাউথগেট দল সাজিয়েছিলেন ৪-২-৪-১ ছকে। তুলনায় রক্ষণাত্মক কৌশল ছিল স্লোভাকিয়ার। তারা নেমেছিল ৪-৩-৩ ছকে। তবে শুরুতে বেশি দাপট ছিল তাদেরই। ইংল্যান্ড রক্ষণে একের পর এক আক্রমণের ঢেউ তুলে আনে নীল জার্সিধারীরা। তুলনায় হ্যারি কেনদের ছন্নছাড়া লাগছিল। বলের দখল হারিয়ে বারবার মাথা গরম করছিলেন তাঁরা। রেফারি হলুদ কার্ড দেখান ইংল্যান্ডের গুয়েহি, মাইনো, বেলিংহ্যামকে। প্রথমার্ধের মাঝামাঝি ঠান্ডা মাথায় ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ডের পাশ দিয়ে জালে বল জড়ান ইভান স্ক্রাঞ্জ। ইউরোর চলতি আসরে ৩০ বছর বয়সির এটা তৃতীয় গোল। যখন মনে হচ্ছে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত, তখনই ম্যাচের চিত্রনাট্যে ঘটে বদল। বেলিংহাম সমতা ফেরান। আর অতিরিক্ত সময় শুরু হতেই জয়সূচক গোল করেন হ্যারি কেন। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা