দেশ

বিরোধীদের কণ্ঠরোধ লোকসভায়, রাহুল-মহুয়ার ভাষণে কোপ
 

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: নরেন্দ্র মোদি, বিজেপি, আরএসএস, অগ্নিবীর... এমন ২৪৬টি শব্দ কেটে বাদ দেওয়া হল রাহুল গান্ধীর ভাষণ থেকে। এগুলি ‘আপত্তিকর’— এই যুক্তিতে তা রেকর্ড থেকে বাদ (এক্সপাঞ্জ) দিল লোকসভার সচিবালয়। সোমবার রাত দুটোর সময় এ কথা জানানো হল সংবাদমাধ্যমকে। একইভাবে তৃণমূলের প্রতিবাদী কণ্ঠ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও লোকসভায় পেশ করা বক্ত঩ব্যে‌র কিছু অংশেও পড়ল কোপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আর এক সাংসদ প্রতিমা মণ্ডলের ভাষণকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। মহিলা কুস্তিগিরদের উপর শ্লীলতাহানির অভিযোগ ওঠা বিজেপির এক প্রাক্তন এমপির নাম নিয়েছিলেন তিনি। সেটিও কেটে দেওয়া হয়েছে। উদ্ধবপন্থী শিবসেনার এমপি অরবিন্দ সওয়ান্তের বক্তব্যের অংশ লোকসভার রেকর্ডে থাকছে না। এভাবে ‘ইন্ডিয়া’ জোটের একের পর এক সাংসদের ভাষণে কোপ পড়ায় সামগ্রিকভাবে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ উঠল অষ্টাদশ লোকসভায়। 
এই সিদ্ধান্তের প্রতিবাদে লোকসভার স্পিকার ওম বিড়লাকে কড়া চিঠি দিলেন নিম্নকক্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সরকারপক্ষকে চাপে ফেলতে প্রশ্ন তুললেন, ‘রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদজ্ঞাপনের আলোচনায় বিজেপির অনুরাগ সিং ঠাকুরের বক্তব্য ছিল অভিযোগে ভরপুর। তা সত্ত্বেও তাঁর বক্তব্য থেকে মাত্র একটি শব্দ বাদ দেওয়া হয়েছে। অথচ আমার বক্তব্যের সিংহভাগ! এ কেমন যুক্তি?’ মঙ্গলবার সংসদ প্রাঙ্গণে দাঁড়িয়ে ফুঁসেও উঠলেন রাহুল। লোকসভার সচিবালয় ভাষণে কোপ দিলেও বিরোধী দলনেতা টার্গেট করেন প্রধানমন্ত্রীকেই। তিনি বলেন, ‘মোদিজির রাজত্বে সত্যের উপর কোপ পড়তে পারে। কিন্তু বাস্তবে সত্যকে বাদ দেওয়া যায় না।’
একইভাবে সরব হয়েছেন মহুয়াও। তাঁর সাফ কথা, ‘এভাবে বিরোধীদের কণ্ঠরোধ করে কি সত্যর গলা টেপা যায়? নরেন্দ্র মোদি যত বিরোধীদের কণ্ঠরোধ করবেন, ততই বিজেপির আসন কমবে। রাজ্যে রাজ্যে হারবে।’ এদিন রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ মাত্রই বিরোধী দলনেতার বক্তৃতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তৃণমূল এমপি সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার। রাহুলের বক্তব্যের অংশ বাদ দেওয়া ইস্যুতে বিস্ময় প্রকাশ করে বর্ষীয়ান সাংসদ সৌগতবাবু বলেন, ‘অভয় মুদ্রা, মোদিজি, তির, লজ্জার মতো শব্দও কি অংসদীয় হয়ে গেল এখন?’ 
বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদে এদিন লোকসভায় ‘ওয়েলে’ নেমে চলল বিক্ষোভ। তাও আবার স্বয়ং প্রধানমন্ত্রী মোদির জবাবি ভাষণের সময়। নরেন্দ্র মোদি যতক্ষণ বক্তব্য রাখলেন, সমানে চলল বিক্ষোভ। হাতিয়ার মণিপুর ইস্যু। উত্তর-পূর্বের এই রাজ্যে এবার দু’টি আসনেই জিতেছে কংগ্রেস। তার ম঩ধ্যে একজন এমপিকে রাষ্ট্রপতির অভিভাষণের আলোচনায় বলতে না দেওয়ায় প্রতিবাদে সোচ্চার হন রাহুল। স্পিকারকে অনুরোধও করেন, মণিপুরের ওই সাংসদকে বলতে দেওয়া হোক। কিন্তু ততক্ষণে ভাষণ শুরু করে দিয়েছেন মোদি। তাই মণিপুরের ওই এমপি তো বটেই, পুরো কংগ্রেস নেমে এল ওয়েলে। রাহুল অবশ্য নিজের আসনেই ছিলেন। তৃণমূল, সমাজবাদী পার্টির এমপিরা ওয়েলে না নামলেও প্রতিবাদে শামিল হন। আওয়াজ উঠল, ‘ন্যায় দো, ন্যায় দো, মণিপুর মণিপুর’। মোদির উচ্চগ্রামের বক্তৃতাকেও ছাপিয়ে গেল বিরোধীদের স্লোগান। 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা