দেশ

দিল্লিতে রাহুলের ঠিকানা ৭ ত্যাগরাজ মার্গ

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি : ফের সরকারি বাংলোয় ফিরছেন রাহুল গান্ধী। তাঁর নতুন ঠিকানা হতে চলেছে ৭ নম্বর ত্যাগরাজ মার্গ। বিশ্বস্ত সূত্রে এখনও পর্যন্ত এমনটাই খবর। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বাংলো তিন মূর্তি ভবনের কাছে ত্যাগরাজ মার্গের বাংলোতেই এবার থেকে থাকবেন লোকসভার বিরোধী দলনেতা। সেই মতো শুরু হয়েছে সংস্কারের কাজ। 
এক বছরেরও বেশি নিজের নামে দিল্লিতে কোনও ঠিকানা নেই রাহুল গান্ধীর। ‘মোদি’ সম্প্রদায়ের নামে সমালোচনায় সপ্তদশ লোকসভায় খোয়াতে হয়েছিল সাংসদ পদ। ছাড়তে হয়েছিল ২২ তুঘলক লেনের বাংলো। ২০২৩ সালের ২২ এপ্রিল নগরোন্নয়ন মন্ত্রককে ফিরিয়ে দিয়েছিলেন বাংলোর চাবি। তারপর আদালতের রায়ে ফের সাংসদ পদ ফিরে পেলেও আর বাড়ি নেননি তিনি।  
তবে অষ্টাদশ লোকসভায় ফের জিতে এসেছেন রাহুল গান্ধী। সংসদে শপথ নিয়েছেন উত্তরপ্রদেশের রায়বেরিলির এমপি হিসেবে। দায়িত্ব নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতার। তাই এবার ফের তাঁকে নতুন বাংলো বরাদ্দ করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ৭ নম্বর ত্যাগরাজ মার্গের বাংলোটি তাঁর পছন্দ হয়েছে। সংসদ ভবনের কাছে। ১০ জনপথও নিকটে। যেখানে থাকেন রাজ্য‌সভার সদস্য মা সোনিয়া গান্ধী। 
অন্যদিকে, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন মিটতেই ফের জনসংযোগে যোগ দিয়েছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকালে চলে গিয়েছিলেন দিল্লির জিটিবি নগরের লেবার চকে। যেখানে দিন মজুরির কাজের জন্য অপেক্ষমান থাকে শ্রমিকরা। সংসদে হাতের ‘অভয় মুদ্রা’ ইস্যুতে বিজেপির সমালোচনার মুখে পড়তে হয়েছে রাহুলকে। তার জবাব দিতেই দিনমজুরদের কাজেও হাত দেন তিনি। শোনেন তাঁদের অভাব অভিযোগের কথা। অনিশ্চিত কর্মসংস্থানের কাহিনি। মিস্ত্রিদের কর্ণিক হাতে নিয়ে রাহুল এদিন কাজ করেন সিমেন্টের। তৈরি করেন সিঁড়িও। 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও সঙ্গে অপ্রত্যাশিত কলহে লিপ্ত হয়ে অপযশ। ব্যবসা ও পেশায় কিছুটা শুভ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা