দেশ

সভাপতি পদে নাড্ডার মেয়াদ বাড়বে? আগস্টে বিজেপির বৈঠকেই হবে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  চলতি মাসের শেষ সপ্তাহেই বসতে পারে সংসদের বাদল অধিবেশন। সেখানে পেশ হবে ২০২৪-২৫ আর্থিক বছরের পূর্ণাঙ্গ সাধারণ বাজেট। আর সংসদের ওই অধিবেশন শেষ হলেই আগস্টে দলের বর্ধিত জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকতে পারে বিজেপি। সম্ভবত সেখানেই সিদ্ধান্ত হয়ে যাবে যে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভাপতিত্বের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হবে কি না। পাশাপাশি এবারের লোকসভা নির্বাচন শেষে বিজেপি দেশব্যাপী যে ‘দুর্বল’ কেন্দ্র খোঁজার কাজ শুরু করেছে, তার তালিকাও জমা পড়বে আলোচনার টেবিলে। 
কেন্দ্রের এনডিএ সরকারের নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নাড্ডা। বিজেপির এক ব্যক্তি এক পদ মেনে তাঁকে এবার দলের সভাপতিত্ব ছেড়ে দিতে হবে। দায়িত্ব তুলে দিতে হবে অন্য কারও হাতে। ইতিমধ্যেই বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে দলের অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের নাম সামনে আসছে। যদিও বিজেপির অন্দরের খবর, হরিয়ানা, মহারাষ্ট্রের মতো দু’টো গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের সভাপতি হিসেবে নাড্ডার মেয়াদ আরও অন্তত সাত মাস বাড়ানোর পক্ষপাতী কেন্দ্রীয় নেতৃত্ব। 
সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে একটি টিমই কাজ করতে পারে। সেক্ষেত্রে নির্বাচনী প্রস্তুতিতে কোনওরকম সমস্যা হবে না। জেপি নাড্ডার সভাপতি হিসেবে মেয়াদ বৃদ্ধির সম্ভাব্য কারণ হিসেবে এমনই ব্যাখ্যা করা হয়েছে বিজেপি সূত্রে। জুলাই থেকেই বিভিন্ন রাজ্যে দলের রাজ্য কর্মসমিতির বৈঠক শুরু করছে বিজেপি। বাংলায় ওই বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংসদের বাদল অধিবেশন শেষ হবে আগস্টের মাঝামাঝি। ততদিনে বর্ধিত রাজ্য কর্মসমিতির বৈঠকগুলিও শেষ হয়ে যাবে। তারপরেই বর্ধিত জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকবে বিজেপি। অর্থাৎ, আগস্টের শেষ সপ্তাহে তা হতে পারে। দলের সভাপতি হিসেবে নাড্ডার বর্ধিত মেয়াদ শেষ হয়েছে জুনেই।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও সঙ্গে অপ্রত্যাশিত কলহে লিপ্ত হয়ে অপযশ। ব্যবসা ও পেশায় কিছুটা শুভ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা