খেলা

মহমেডানকে রুখে দিল খিদিরপুর

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: লিগের দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন মহমেডান স্পোর্টিংয়ের। সোমবার ঘরের মাঠে খিদিরপুর এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করল তারা। বলা ভালো, হার বাঁচালেন তন্ময় ঘোষরা। গত তিনবারের চ্যাম্পিয়নদের এমন নির্বিষ পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত সাদা-কালো সমর্থকরা।
প্রথম ম্যাচে উয়াড়িকে হাফ ডজন গোলে উড়িয়ে দিয়েছিল হাকিম-ব্রিগেড। সেই আত্মতুষ্টি এদিন ভোগাল মহমেডানকে। শুরু থেকেই ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব সুস্পষ্ট। প্রথমার্ধে বলার মত কোনও আক্রমণ শানাতে পারেননি সজল বাগরা। তবে ৬৭ মিনিটে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পায় সাদা-কালো ব্রিগেড। পরিবর্ত হিসেবে নামা লালথানকিমার শট দুরন্ত সেভ করেন খিদিরপুর গোলরক্ষক কেভিন। শেষ ১৫ মিনিটে দাপুটে ফুটবল মে঩লে ধরে খিদিরপুর। একাধিক সুযোগ হাতছাড়া না করলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত তারা। ম্যাচ শেষে মহমেডান কোচ হাকিম বলেন, ‘কঠিন ম্যাচ ছিল। তবে লম্বা লিগে এক পয়েন্টও মূল্যবান।’
লিগের অন্য ম্যাচে এরিয়ানকে ২-১ গোলে হারাল ইউনাইটেড স্পোর্টস ক্লাব। মেসারার্স ক্লাবের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ী আর্মি রেড। গোলশূন্য ড্র হয় সুরুচি সংঘ ও সাদার্ন সমিতি ম্যাচ। বিএসএস- পাঠচক্র ম্যাচ ১-১ গোলে শেষ হয়। কালীঘাট এমএসও ১-১ ড্র করে উয়াড়ির বিরুদ্ধে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা