রাজ্য

রেশনে খাদ্যসামগ্রী সরবরাহে স্বচ্ছতা আনতে উদ্যোগী রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন ডিলারের কাছে যে খাদ্যসামগ্রী আসছে, তার সঙ্গে চালানের মিল না থাকলে, সেই চালান বাতিল হবে। রেশনের খাদ্যসামগ্রী সরবরাহ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে এভাবেই উদ্যোগী হল খাদ্যদপ্তর। রেশন ডিলারদের কাছে যে চাল-গম ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে সরবরাহ করা হয়, তার ওজন যাচাই করার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রেশন ডিলার বা তাঁর কোনও প্রতিনিধির সামনে খাদ্যসামগ্রী ওজন করে দেখাতে হবে চালানে যে পরিমাণ উল্লেখ করা হয়েছে, সেটাই দেওয়া হয়েছে। চালানের সঙ্গে ওজন সঙ্গতিপূর্ণ না হলে ওই চালান বাতিল করতে হবে। তখন যে পরিমাণ খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে, সেটাই উল্লেখ করে নতুন চালান তৈরি করতে হবে ডিস্ট্রিবিউটরকে। খাদ্যসামগ্রী পাওয়ার পর চালান গ্রহণ করবেন ডিলার। 
একই সঙ্গে ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন ই-পস মেশিনের সঙ্গে যুক্ত ইলেকট্রনিক ওজন করার যন্ত্রে খাদ্যসামগ্রী ওজন করে গ্রাহকদের দেন। প্রসঙ্গত, ইতিমধ্যে এর জন্য প্রয়োজনীয় উপকরণ সব রেশন ডিলারকে দেওয়া হয়েছে। এই ব্যবস্থায় গ্রাহকদের বরাদ্দের থেকে কম পরিমাণ খাদ্য দেওয়ার সুযোগ ডিলারদের থাকছে না। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, বণ্টন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার উদ্যোগ ভালো। তবে ডিলারদের কমিশন বৃদ্ধি করা খুবই প্রয়োজন। একই সঙ্গে ডিলারদের দোকানে এসে ডিস্ট্রিবিউটরদের খাদ্যসামগ্রী ওজন করতে হবে। এব্যাপারে নির্দেশে কিছু নেই। বিষয়টি খাদ্যদপ্তরের নজরে আনা হচ্ছে।  
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা