রাজ্য

চুক্তিভিত্তিক ও পার্শ্ব শিক্ষকদের অবসরকালীন ভাতা বেড়ে হল ৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক, পার্শ্ব শিক্ষক, এসএসকে-এমএসকে শিক্ষা সহায়ক ও সম্প্রসারকদের অবসর পরবর্তী এককালীন আর্থিক ভাতা বেড়ে হল ৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার স্কুল শিক্ষাদপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডলে এই তথ্য প্রকাশ করে জানিয়েছেন, ১ এপ্রিল থেকে এটা কার্যকর করা হল। তালিকায় থাকছেন অ্যাকাডেমিক সুপারভাইজাররাও। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ১ এপ্রিল থেকে অবসর নেওয়া সমস্ত উপভোক্তাই ৫ লক্ষ টাকা পাবেন। লক্ষাধিক কর্মী এর আওতায় এলেন।
এতদিন এই ভাতা ক্ষেত্র বিশেষে ছিল ২ বা ৩ লক্ষ টাকা। এবার তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার ঘোষণা আগেই ছিল বাজেটে। এর আওতায় আসবেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিস, অক্সিলিয়ারি ফায়ার ফাইটার, হোমগার্ড প্রভৃতি বিভিন্ন বিভাগের আধা-স্থায়ী কর্মীরা। শিক্ষকদের ক্ষেত্রে কারও কারও অবসরের বয়স রয়েছে ৬৫ বছর। তারপরে অবসর নিলেই মিলবে এই অর্থ। যদিও পার্শ্ব শিক্ষকদের একটি অংশের দাবি, এটিকে ‘টার্মিনাল বেনিফিট’ আখ্যা দেওয়ায় অবসরের আগেই কারও মৃত্যু হলে, তিনি আর সেই সুবিধা পাবেন না। পার্শ্ব শিক্ষক নেতা ভগীরথ ঘোষ এনিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও সঙ্গে অপ্রত্যাশিত কলহে লিপ্ত হয়ে অপযশ। ব্যবসা ও পেশায় কিছুটা শুভ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা