খেলা

হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ বোর্ড সচিব

ব্রিজটাউন: বিশ্বকাপ জয়ের মঞ্চেই টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। পরে সেই পথ অনুসরণ করেন রবীন্দ্র জাদেজাও। প্রশ্ন উঠছে, তাহলে আগামী দিনে বিশের ফরম্যাটে টিম ইন্ডিয়াকে কে নেতৃত্ব দেবন? বিশ্বকাপে রোহিতের ডেপুটি ছিলেন হার্দিক পান্ডিয়া। স্বভাবতই দৌড়ে তিনি। তবে জিম্বাবোয়ে সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল। তাই দু’জনের কাউকে পাকাপাকিভাবে দায়িত্ব দেওয়া হতে পারে। এই ব্যাপারে প্রশ্ন করা হলে বোর্ড সচিব জয় শাহ স্পষ্ট কোনও উত্তর দেননি। তবে তাঁর কথাবার্তা শুনে মনে হয়েছে, হার্দিককেই তিনি চাইছেন। জয় জানিয়েছেন, ‘টি-২০ বিশ্বকাপ দলে হার্দিককে রাখা নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন। কিন্তু সবাইকে ও ভুল প্রমাণ করেছে। তবে আগামী দিনে টি-২০ স্কোয়াডের কে অধিনায়ক হবে, সেটা ঠিক করবেন নির্বাচকরা। সেই সিদ্ধান্ত গ্রহণের সময় এখনও আসেনি।’
রোহিত-কোহলি সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে তাঁরা খেলা চালিয়ে যাবেন। তা নিশ্চিত করে বোর্ড সচিব জানিয়েছেন, ‘দেশের জার্সিতে সিনিয়রদের টি-২০ না খেলার সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি। সামনের বছর রয়েছে বড় দু’টি আইসিসি টুর্নামেন্ট— চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই দু’টি খেতাব জয়ের জন্য আমাদের ঝাঁপাতে হবে। দু’টিতেই খেলবে রোহিত, কোহলি।’
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা