খেলা

বিশ্বকাপের সেরা একাদশে নেই বিরাট

দুবাই: সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে আইসিসি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে দায়িত্বশীল হাফ-সেঞ্চুরি করলেও সেই তালিকায় জায়গা হয়নি ম্যাচের সেরা বিরাট কোহলির। তবে চ্যাম্পিয়ন ভারতের ছয়জন ক্রিকেটার প্রথম একাদশে রয়েছেন। রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার একমাত্র ক্রিকেটার হিসেবে তাতে স্থান পেয়েছেন পেসার অ্যানরিখ নর্টজে। তাও আবার দ্বাদশ ক্রিকেটার মনোনীত হয়েছেন তিনি।
বিশ্বকাপের সেমি-ফাইনাল পর্যন্ত একেবারেই ফর্মে ছিলেন না কোহলি। তবে খেতাবি লড়াইয়ে চেনা ছন্দে ফেরেন তিনি। চাপের মুখে উপহার দেন ৭৬ রানের ইনিংস। তবে আইসিসি’র সেরা একাদশে স্থান পাওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। ঘোষিত দলে ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা ও রহমানুল্লাহ গুরবাজ। মেগা আসরে ৩টি অর্ধশতরান-সহ হিটম্যানের মোট রান ২৫৭। আর টুর্নামেন্টের সর্বাধিক ২৮১ রান করেছেন আফগান তারকা গুরবাজ। তিনে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান (২২৮ রান)। ধারাবাহিকভাবে মিডল অর্ডারে ভারতকে ভরসা জোগানোর সুবাদে চারে রয়েছেন সূর্যকুমার যাদব। পাঁচে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। ছয়ে হার্দিক পান্ডিয়া। সাতে অক্ষর প্যাটেল। আটে আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ন’নম্বরে টুর্নামেন্টের সেরা বোলার যশপ্রীত বুমরাহ। আর দশ ও এগারো নম্বরে আছেন টুর্নামেন্টে যৌথভাবে সর্বাধিক উইকেটশিকারি অর্শদীপ সিং ও ফজলহক ফারুকি।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা