খেলা

বেলজিয়ামকে টেক্কা দিতে মাঝমাঠের দখল নেওয়াই আজ লক্ষ্য ফ্রান্সের

ডুসেলডর্ফ: মহারণের প্রতীক্ষায় কাঁপছে জার্মানি। ইউরো কাপে শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে সোমবার ফ্রান্সের মুখোমুখি বেলজিয়াম। ধুন্ধুমার লড়াইয়ের আগে ডুসেলডর্ফের হাওয়ায় তিরতিরে উত্তেজনা। দিদিয়ের দেশঁর ফ্রান্সকে কড়া চ্যালেঞ্জ ছুড়তে তৈরি ‘দ্য রেড ডেভিলস।’ দুই কোচের হাতেই ম্যাচ জমানোর প্রচুর মশলা মজুত রয়েছে। কাগজে কলমে ইউরোর অন্যতম ফেভারিট ফ্রান্স। কিন্তু গ্রুপ লিগে প্রত্যাশাপূরণে ব্যর্থ ডেম্বেলেরা। প্রথম তিন ম্যাচে মাত্র দু’গোল করেছে দেশঁর দল। এখনও ছন্দ পাননি এমবাপে। নাকে আঘাত লাগার পর একটু গুটিয়ে রয়েছেন ফরাসি তারকা। পাতলা কালো মাস্ক পরে পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে ফিরলেও পরিচিত ঝাঁঝ অদৃশ্য। বিশেষজ্ঞদের ধারণা, অতিরিক্ত এমবাপে নির্ভরতা না কাটালে দেশঁর সমস্যা বাড়বে। গ্রুপে অস্ট্রিয়াকে হারালেও নেদারল্যান্ডস ও পোল্যান্ডের ব্যারিকেড টপকাতে ব্যর্থ দেশঁর দল। ফরাসি কোচ আক্রমণাত্মক ফুটবল দশর্নে বিশ্বাসী। তাঁর  ৪-৩-৩ স্ট্র্যাটেজিতে উইং থেকে কাট করে ঢুকে আসেন ডেম্বেলে ও এমবাপে। মাঝমাঠে কন্তে, চুয়ামেনি ও র‌্যাবিয়ট তেল খাওয়া মেশিনের মতো ওঠানামা করেন। কিন্তু প্রতিপক্ষ হাই-প্রেসিং করলে সমস্যায় পড়ছে ফ্রান্স। ফরাসি মিডিয়ায় দেশঁর প্রথম দল নিয়ে জোর চর্চা। কৌতূহলের কেন্দ্রে গ্রিজম্যান। তিনি গা ঝাড়া দিলে দেশঁর কপালের ভাঁজ কিছুটা কমবে। অন্যদিকে, বেলজিয়াম কোচ ডমেনিকো টেডেস্কো ধূর্ত স্ট্র্যাটেজিস্ট। ওরেল, ওনানাকে দিয়ে ফ্রান্সের মাঝমাঠের তাল কাটতে তৈরি তিনি। দেশঁর হাতে কন্তে, চুয়ামেনিরা থাকলে ডি’ব্রুইন, ডোকু, ওরেলদের নিয়ে তৈরি বেলজিয়াম। সেক্ষেত্রে ব্যাটল অব মিডফিল্ডের উপর ম্যাচের রং অনেকটাই নির্ভর করবে। ম্যাচের আগের দিন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ বলেন, ‘বেলজিয়াম কঠিন প্রতিপক্ষ। ওদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। তবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। হাইভোল্টেজ ম্যাচে নামার জন্য ছেলেরা মুখিয়ে রয়েছে।’
দুরন্ত মাঝমাঠ বেলজিয়ামের সম্পদ হলেও চলতি ইউরোয় গোলখরায় ভুগছে তারা। স্ট্রাইকার লুকাকু ফর্মের ধারেকাছে নেই। পাশাপাশি ধারাবাহিকতার অভাব ভাবাচ্ছে টিনটিনের দেশকে। গ্রুপে তিনটি ম্যাচের দুটিতে ড্র করেছেন লুকাকুরা। রোমানিয়ার বিরুদ্ধে ঝলমল করলেও বাকি দুই ম্যাচে বড়ই সাদামাঠা বেলজিয়াম। ডি’ব্রুইনরা ক্রমাগত বল সাপ্লাই করলেও বিপক্ষ বক্সে খেই হারিয়ে ফেলছে যাবতীয় আক্রমণ। মরণ-বাঁচন ম্যাচে বড় চেহারার লুকাকু কি পারবেন নিজেকে প্রমাণ করতে?
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা