খেলা

মেসিহীন আর্জেন্তিনাকে জেতালেন লাওতারো

আর্জেন্তিনা- ২ (লাওতারো-২)          :             পেরু- ০
ফ্লোরিডা: প্রথম দু’ম্যাচ জেতার সুবাদে আগেই নিশ্চিত হয়েছিল কোয়ার্টার ফাইনালের টিকিট। তবে চিন্তায় রেখেছিল চিলির বিরুদ্ধে লায়োনেল মেসির পেশির চোট। তাই রবিবার গ্রুপের শেষ ম্যাচে দলের সেরা তারকাকে ছাড়াই পেরুর মোকাবিলায় নেমেছিল আর্জেন্তিনা। তা সত্ত্বেও জয় পেতে খুব একটা সমস্যা হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়াদের। ম্যাচে জোড়া গোলে মেসিহীন আর্জেন্তিনাকে জেতালেন লাওতারো মার্তিনেজ। সেই সুবাদে গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে নক-আউটে পৌঁছল গতবারের চ্যাম্পিয়নরা।
গ্রুপের প্রথম দু’ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমে স্কোরশিটে নাম তুলেছিলেন লাওতারো। তবে পেরুর বিরুদ্ধে মেসি-আলভারেজদের অনুপস্থিতিতে তাঁকে শুরু থেকে দলে রাখেন স্কালোনি-সহকারী। উল্লেখ্য, নির্বাসনের কারণে এদিন ডাগ-আউটে ছিলেন না আর্জেন্তিনা হেড কোচ। প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন ইন্তার মিলানের এই তারকা স্ট্রাইকার। প্রথমার্ধে অবশ্য পেরুর জমাট রক্ষণে ফাটল ধরাতে ব্যর্থ আর্জেন্তিনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন লাওতারো। ৪৭ মিনিটে বক্সের বাইরে থেকে ডি মারিয়ার বাড়ানো পাস ধরে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি (১-০)। এরপর ৫৫ মিনিটে টাগলিয়াফিকো ব্যবধান বাড়ালেও ভারের সাহায্য নিয়ে তা বাতিল করেন রেফারি। ৭২ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্তিনা। স্পট-কিক থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হন লিয়ান্ড্রো পারাডেস। তবে ৮৬ মিনিটে ম্যাচে দ্বিতীয়বার পেরুর জাল কাঁপিয়ে দলের জয় নিশ্চিত করেন লাওতারো (২-০)।
অপর ম্যাচে কানাডার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল চিলি। নক-আউটে পৌঁছল কানাডা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চবিদ্যার শিক্ষায় শুভ। সাহিত্যচর্চায় মানসিক আনন্দ। কর্মোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৯ টাকা৮৪.৪৩ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৮.১২ টাকা৯১.২৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা