কলকাতা

নেশা করার প্রতিবাদ করত বাবা! রাগে খুন করে দেহ মাটিতে পুঁতে রাখল ছেলে

সংবাদদাতা, বারুইপুর: সব সময় নেশা করেই থাকত ছেলে।  তা জেনেও কোনও বাবা কি চুপ করে থাকতে পারেন। এক্ষেত্রেও তাই হয়েছে। রোজই এর প্রতিবাদ করত বাবা। তাই নিয়ে নিত্যদিনই ছেলের সঙ্গে গণ্ডগোল লেগেই থাকত।  আর সেই কারণেই এবার রাগের মাথায় বাবাকে খুনই করে দিল ‘গুণধর’ ছেলে।  শুধুই তাই নয়, বাবার দেহ লোপাটের জন্য মাটিতে পুঁতেও রেখেছিল সে।  এমনই নির্মম এক ঘটনার সাক্ষী থাকল  দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার জালাবেড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের জামতলা গ্রাম।  
পুলিস সূত্রে জানা গিয়েছে ওই ‘গুণধর’ ছেলের নাম পরিমল হালদার।  সব সময়েই সে নেশাগ্রস্ত অবস্থাতেই থাকত।  সেই বিষয়ে নিত্যদিন বাবার সঙ্গে লেগে থাকত  ঝগড়া-ঝামেলা। গত  চার-পাঁচ দিন আগে পরিমলের বাবা হঠাৎই নিখোঁজ হয়ে যান।  সেই বিষয়ে পরিমলকে প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে, তার থেকে কোনও উত্তরই পাওয়া যেত না। এর মাঝেই গতকাল, শনিবার দুপুরে পরিমল কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কীটনাশক খাওয়ার জন্য অসুস্থ হয়ে পরায় প্রতিবেশীরা তাকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তখনই তাকে প্রতিবেশীরা আত্মহত্যা করার কারণ জানতে চায়।  তখনই বেরিয়ে আসে আসল সত্যটা। পরিমল জানায়, প্রতিনিয়ত নেশা করার প্রতিবাদ করায় বাবাকে সে খুন করে মৃতদেহ এলাকায় একটি বাগানের মাটিতে পুঁতে দিয়েছে। তাই এতদিন ধরে তার বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না। গোটা ঘটনাটি শুনে প্রতিবেশীরা কুলতলি থানায় খবর দেয়। গতকাল, শনিবার রাতে কুলতলি থানার পুলিস ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে পরিমলের বাবা কাশীনাথ হালদারের মৃতদেহ উদ্ধার করে। আজ, রবিবার তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। এদিকে পরিমলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     September,   2024
দিন পঞ্জিকা