কলকাতা

বৃষ্টি থামতেই পুজোর বাজারে উপচে পড়া ভিড়, খুশি ডায়মন্ডহারবারের ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টানা ক’দিনের বৃষ্টিবাদলা ও মেঘলা আবহাওয়া সরিয়ে রোদের দেখা মিলতেই ছন্দে ফিরতে শুরু করেছে ডায়মন্ডহারবারের পুজো-বাজার। স্থায়ী দোকানপাট থেকে ফুটপাতের স্টল, শপিং মল থেকে অভিজাত শো-রুম—সর্বত্রই ভিড় বাড়ছে কেনাকাটার জন্য। দুর্গাপুজো শুরু হতে আর কয়েকদিন বাকি। হাতে খুব বেশি সময় নেই। তাই পছন্দের জামাকাপড়, সঙ্গে ম্যাচিং ব্যাগ, মানানসই জুতো সহ অন্যান্য সাজ কিনতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। পুজোর আগে আর মাত্র একটি মাত্র রবিবার পাওয়া যাবে। তাই এদিনই অনেকে কেনাকাটার সিংহভাগ সেরে রাখতে চেয়েছেন। বাজারের ভিড় দেখে তা আরও স্পষ্ট হয়েছে। ডায়মন্ডহারবার স্টেশন সংলগ্ন বাজারে সকাল থেকেই ভিড় ছিল। বিকেল এবং সন্ধ্যায় সেই ভিড় আরও ঘন হয়েছে।  
কিছুদিন আগে পর্যন্তও ব্যবসায়ীরা এবার পুজোর বাজারের বিক্রিবাটা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন। কারণ, লাগাতার বৃষ্টি, দুর্যোগ ইত্যাদি কারণে কেনাবেচা একেবারে তলানিতে পৌঁছেছিল। দোকানদারদের কথায়, ‘দু’সপ্তাহ আগে পর্যন্ত সেভাবে ক্রেতাদের দেখাই মেলেনি। গত কয়েকদিনে আবহাওয়ার উন্নতি হওয়ায় এখন ভালোই ভিড় হচ্ছে। এরকম আবহাওয়া পুজো পর্যন্ত থাকলে বিক্রিবাটা ভালো হবে বলেই আশা করা যায়।’ 
কলকাতার পুজোর বাজারে আর জি কর-কাণ্ডের প্রভাব কিছুটা পড়লেও ডায়মন্ডহারবারে তা নেই বলেই দাবি স্থানীয় ব্যবসায়ীদের। তাঁরা বাজার ভিড় কম হওয়ার জন্য প্রতিকূল আবহাওয়াকেই মূলত দায়ী করছেন। পুজোর সময় ব্যবসার জন্য কেউ তিন লক্ষ, কেউ পাঁচ লক্ষ টাকার সামগ্রী তুলেছেন। এখনও যে সময় আছে, তাতে নতুন করে প্রাকৃতিক দুর্যোগ না হলে লাভের ব্যাপারে আশাবাদী তাঁরা। ডায়মন্ডহারবার মেইন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি সৌমেন তরফদার বলেন, ‘আগের থেকে বিক্রিবাটা বেড়েছে। আশা করছি, আগামী কয়েকদিন আরও মানুষ আসবেন কেনাকাটা করতে।’ 
এদিন অনেককে দেখা গেল, জামাকাপড়ের পাশাপাশি জুতো ও অন্যান্য সামগ্রী কিনে ফেলতে। কয়েকজন জানালেন, তাঁরা অনলাইনে জামা কিনেছেন। কিন্তু জুতো ঠিক পছন্দ হচ্ছিল না। তাই বাজারে আসতে হয়েছে তাঁদের। - নিজস্ব চিত্র
23h 23m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা