কলকাতা

মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর লিলুয়ায় দেহ মিলল নয়ানজুলিতে

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মাছ ধরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল কিশোর। রাতভর নিখোঁজ থাকার পর সোমবার ভোরে স্থানীয় একটি নয়ানজুলি থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে লিলুয়া থানার চামরাইলে। পুলিস জানিয়েছে, মৃত কিশোরের নাম রাকেশ বিশ্বাস (১৪)। সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে লিলুয়া থানার পুলিস। কীভাবে মাত্র দু’ফুট গভীর ওই নয়ানজুলিতে পড়ে বা ডুবে কিশোরের মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার।
চামরাইলের উত্তরপাড়ার বাসিন্দা ওই কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ির পাশেই একটি পুকুরে মাছ ধরতে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বেরয়। রাত ৯টা নাগাদ কাজের জায়গা থেকে বাড়ি ফেরেন তার মা মামুন বিশ্বাস। তিনি বাড়ি এসে ছেলেকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজখবর নিতে শুরু করেন। অনেক রাত পর্যন্ত কোনও হদিশ না পেয়ে লিলুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। সোমবার ভোরে তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নয়ানজুলির পাশে একজোড়া হাওয়াই চপ্পল দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তার কিছুক্ষণের মধ্যে ওই নয়ানজুলিতেই একটি ঝোপের পাশে জলে ভাসতে দেখা যায় তার দেহ। স্থানীয়রাই লিলুয়া থানায় খবর দেয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তার মা বলেন, ‘এত রাতে আমার ছেলে সেখানে কীভাবে গেল, জানি না। ও কোনওদিন ওই জায়গায় যায়নি।’
এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। যে নয়ানজুলিতে দেহ ভাসতে দেখা যায়, তার পাশেই একটি বড় পুকুর রয়েছে। মৃতের আত্মীয় রামমোহন বিশ্বাস বলেন, ‘ওই টুকু জলে কোনওভাবেই কারও ডুবে যাওয়া সম্ভব নয়। পাশেই একটি গভীর পুকুর রয়েছে। আমার ভাইপো সাঁতার জানত না। কখনও পুকুরেও নামেনি। পুলিস সঠিক তদন্ত করুক।’ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। হাওড়ার পুলিস কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠি বলেন, ‘কিশোরের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জলে ডুবে বা সাপের কামড়েও মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টি স্পষ্ট হবে।’ 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা