কলকাতা

তর্পণ নিয়ে সতর্ক পুলিস, মহালয়ায় বাড়তি ফোর্স

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত পোহালেই দেবীপক্ষের সূচনা। পিতৃপক্ষের অবসানে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে তর্পণ সারবেন সাধারণ মানুষ। গঙ্গাপাড়ে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে, তাই সতর্ক কলকাতা পুলিস। অপ্রীতিকর পরিস্থিতি ও দুর্ঘটনা রুখতে গঙ্গাবক্ষে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিস। একইসঙ্গে, মহালয়ার দিনে গঙ্গার পাড়গুলিতে চুরি, কেপমারি রুখতে শহরের বিভিন্ন ঘাটে গোয়েন্দা বাহিনীর ওয়াচ শাখার অফিসারদের মোতায়েন করা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। 
মহালয়ার ভোর থেকেই প্রিন্সেপ ঘাট, গোয়ালিয়র ঘাট, আউটরাম ঘাট, বাজে কদমতলা ঘাট, নিমতলা ঘাট, আহিরিটোলা ঘাট সহ শহরের বিভিন্ন ঘাটে তর্পণ শুরু হয়। তার জেরে পশ্চিম বন্দর, দক্ষিণ বন্দর ও উত্তর বন্দর থানাকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে লালবাজার। জোয়ার বা ভাটার সময় সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে হাজির থাকবে বিশেষ মাইকিং টিম। একইসঙ্গে বিশৃঙ্খলা এড়াতে সবক’টি ঘাটে একজন করে সার্জেন্টের অধীনে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। প্রয়োজনে কোথাও কোথাও ইনসপেক্টর পদমর্যাদার অফিসারকে মোতায়েন করা হতে পারে। গতবছর তর্পণের সময়ে তিনজনের গঙ্গায় পড়ে যাওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনা রুখতে রিভার ট্রাফিক পুলিসের বিশেষ টিমকে মোতায়েন রাখছে লালবাজার। স্পিডবোটের মাধ্যমে গঙ্গাবক্ষে টহল দেবে তারা। একইসঙ্গে প্রতিটি ঘাটে উপস্থিত থাকবেন বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা, থাকবেন ডুবুরিও। অন্যদিকে, তর্পণ করতে আসা মানুষের অভিযোগ, গঙ্গার ঘাট থেকে গায়েব হয়ে যায় টাকার ব্যাগ, চটি, মোবাইল সহ বিভিন্ন সামগ্রী। বিষয়টি মাথায় রেখেই সাদা পোশাকের পুলিস হাজির থাকছেন ঘাটগুলিতে। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা