কলকাতা

গদ্দার হটাও-ভাঙড় বাঁচাও, নাম না করে আরাবুলকে আক্রমণ সায়নীর

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে ক্রমশ কোণঠাসা হচ্ছে তাজা নেতা আরাবুল ইসলাম। শওকত মোল্লার পর এবার যাদবপুরের সাংসদ সায়নী ঘোষও তাঁর নাম না করে আক্রমণ শানালেন। প্রাক্তন বিধায়ককে গদ্দারের আখ্যা দিয়ে ভাঙড় থেকে ছুঁড়ে ফেলার ডাক দিলেন তিনি। সাংসদ বলেন, ‘গদ্দার হটাও, ভাঙড় বাঁচাও’। রবিবার পাঁচ বিধায়ক এবং সাংসদকে নিয়ে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে কর্মিসভার ডাক দিয়েছিলেন শওকত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ক্যানিং পূর্বের বিধায়কের উপস্থিতিতেই আরাবুল ও তাঁর অনুগামীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন সায়নী।
বক্তব্য রাখতে গিয়ে যাদবপুরের সাংসদ বলেন, নির্বাচনের সময় যাঁরা দলের পিঠে ছুরি মেরেছে, তাঁদের শনাক্ত করুন। আইএসএফ, বিজেপি, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যাঁরা এই কাজ করেছে তাঁদের চিহ্নিত করতে হবে। যাঁরা শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, দাদা তোমার সঙ্গে আছি, তুমি এগিয়ে চলো, কিন্তু তিনি চলে যাওয়ার পরে সেই লোকজনই বলেছে, শওকতকে চিনি না। আমিই এখানকার লিডার। সেই গদ্দারকে ছুঁড়ে ফেলতে হবে। ক্যানিং পূর্বের বিধায়কও এদিন আরাবুলকে দু’পয়সার নেতা বলে কটাক্ষ করেছেন। তাঁর সাফ কথা, কে কী বলল, দল তাতে গুরুত্ব দেয় না। এতে কিছু যায় আসে না। দলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলেই দাবি করেছেন শওকত। এদিকে, তাঁর বিরুদ্ধে আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন আরাবুল। সায়নীর ব্যাপারে কোনও মন্তব্য না করতে চাইলেও, শওকতের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আরাবুলকে কোণঠাসা করার মতো কেউ নেই। এখন সক্রিয় রাজনীতি করছি না বলে, যা নয়, তাই বলা হচ্ছে। যাঁরা এসব কথা বলছেন, তাঁদের সাবধান করে দিতে চাইছি। গত কয়েদিন ধরেই শওকত ও আরাবুল গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যা নিয়ে সরগরম ভাঙড়। এদিনের সভা থেকে যেভাবে আরাবুল গোষ্ঠীর উদ্দেশ্যে হুঁশিয়ারি  দিয়েছেন সাংসদ ও বিধায়ক, ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তা গুরুত্বপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। 
23h 23m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা