কলকাতা

বারুইপুরে অবৈধ অটোস্ট্যান্ড সরানোর নির্দেশ দিল পুলিস

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা,  বারুইপুর: রাস্তা দখল করে থাকা অবৈধ অটো স্ট্যান্ড অবিলম্বে সরাতে হবে ইউনিয়নকে। এই নির্দেশ দিল বারুইপুর থানা ও ট্রাফিক পুলিস। এর পাশাপাশি পুলিস জানিয়েছে, যত্রতত্র বাইক রাখলেই জরিমানা হবে। শনিবার বারুইপুর থানায় অটো ইউনিয়নের নেতাদের এবং চালকদের নিয়ে আলোচনায় বসেছিল পুলিস। ছিলেন বারুইপুর থানা ও ট্রাফিক পুলিসের আধিকারিকরা। বারুইপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও ছিলেন। অটোকে জানানো হয়, বারুইপুর রেলগেট সংলগ্ন কালীতলা মোড়ের আশপাশে চরণ, ধপধপি, ক্যানিং, কুমোরহাটগামী অটো স্ট্যান্ড সদ্য গজিয়ে উঠেছে। তা অবিলম্বে সরাতে হবে। কোনও রুটের অটো ওই জায়গায় দাঁড় করানো যাবে না। পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রী নামিয়ে চলে যেতে হবে। পাশাপাশি কালীতলা থেকে বারুইপুর স্টেশন, নজরুল সরণির মোড়ের আগে পর্যন্ত ও রেলগেট থেকে স্টেশন এলাকা পর্যন্ত যত্রতত্র বাইক, টোটো রাখলেই জরিমানা হবে। এর পাশাপাশি ক্যানিং শহরেও কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিস। তিন জুলাইয়ের পর রাস্তা, ফুটপাথ ইত্যাদি জায়গায় কোনও হকার বসতে পারবে না। ক্যানিং বাজারের ভিতর নির্দিষ্ট সময়ের বাইরে কোনও দোকানে সামগ্রী নামাতে গাড়ি ঢুকতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়। শনিবার সকালে ক্যানিং বাস স্ট্যান্ড, বাজার, স্টেশন চত্বর ইত্যাদি এলাকায় মাইকিং করেন বিধায়ক পরেশরাম দাস। তিনি বলেন, তিন জুলাই পর্যন্ত হকারদের সময় দেওয়া হয়েছে। তারপর কেউ কোথাও রাস্তায় বসতে পারবেন না। না হলে সবকিছু বাজেয়াপ্ত করে তুলে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি ১৫ জুলাই থেকে সমস্ত বাস, টোটো, অটো সহ অন্যান্য যানবাহন ক্যানিং বাস স্ট্যান্ড থেকেই ছাড়বে। এখন যত্রতত্র স্ট্যান্ড গজিয়ে উঠেছে। সেটা তুলে দেওয়া হবে। এর ফলে রাস্তাঘাটে যানজট যেমন কমবে তেমনই মানুষের চলাফেরায় সমস্যা হবে না। 
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৭ টাকা৮৪.৩১ টাকা
পাউন্ড১০৩.৯০ টাকা১০৭.৩৫ টাকা
ইউরো৮৮.১৭ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা