কলকাতা

‘দ্বীপে প্লাস্টিক নিষেধ’-নৌকায় ফরফর করে উড়ছে নিষেধাজ্ঞা

স্বপন দাস, কাকদ্বীপ: প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে সফলভাবে কাজ করছে সাগর ব্লকের দ্বীপ ঘোড়ামারা। এই দ্বীপ বিচ্ছিন্ন স্থলভূমি। স্থলভাগের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হল ভুটভুটি। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত একটি ভুটভুটি ঘোড়ামারা দ্বীপ থেকে কাকদ্বীপের লট নম্বর আটে পাঁচ বার যাতায়াত করে। প্লাস্টিকের ব্যবহার বন্ধে বাসিন্দাদের সচেতন করতে জলযানটিতে বড় আকারে বসানো হয়েছে ফ্লেক্স। তাতে বড় করে লেখা, ‘প্লাস্টিক ক্যারিব্যাগ ও থার্মোকল নিয়ে দ্বীপে প্রবেশ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ’। ঘোড়ামারা দ্বীপের বাসিন্দারা বাড়ি ফেরার সময় ভুটভুটিতে ওঠার আগে লেখা পড়ে সচেতন হয়ে পড়েন। প্লাস্টিক ফেলে তবেই নৌকাতে ওঠেন। ধীরে ধীরে তাঁরা প্লাস্টিক নেওয়াই ছেড়ে দিচ্ছেন। ভুটভুটিতে শুধু নয়, ঘোড়ামারা দ্বীপের অস্থায়ী নৌকার ঘাটেও বড় করে লাগানো হয়েছে ব্যানার। এ ছাড়াও দ্বীপের নতুন বাজারে ফ্লেক্স লাগিয়ে প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞার কথা মনে করিয়ে দিয়ে মানুষকে সতর্ক করা হয়েছে। গত দু’বছর ধরে এই ভাবেই প্লাস্টিক মুক্ত দ্বীপ গড়ার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত মানুষকে সচেতন করছে।
বাচ্চু জানা নামে এই দ্বীপের বাগপাড়া এলাকার এক বাসিন্দা বলেন, ‘পঞ্চায়েতের এই উদ্যোগের কারণে এলাকার বাসিন্দারা আর প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করতে চান না। শহর অঞ্চলে কেনাকাটা করতে গেলে বেশির ভাগ মানুষ হাতে ব্যাগ নিয়েই যান।’ শুভ্রকান্তি জানা নামে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের এক আধিকারিক বলেন, ‘দ্বীপের মানুষ প্লাস্টিক ব্যবহারের ফলে সামাজিক ক্ষতির বিষয়ে সচেতন। তাঁরা জানেন প্লাস্টিক ব্যবহারে জমির ক্ষতি হয়। কিন্তু বাইরের মানুষ এই বিষয়ে খুব একটা সচেতন নন। এই এলাকার বাসিন্দারা দ্বীপের বাইরে কেনাকাটা করতে যান। সেখানে তাঁদের প্লাস্টিকের ক্যারিব্যাগ দেওয়া হয়। তবে এখন তাঁরা তা নিচ্ছেন না। এখানকার ৮০ শতাংশ মানুষ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করেন না। কিন্তু ২০ শতাংশ এখনও ব্যবহার করছেন। ১০০ শতাংশ প্লাস্টিক মুক্ত দ্বীপ গড়ার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত আরও একটি নতুন উদ্যোগ নিতে চলেছে। এবার প্লাস্টিকের বিনিময় প্রথা চালু করবে গ্রাম পঞ্চায়েত। অর্থাৎ নির্দিষ্ট একটি দাম দিয়ে এলাকাবাসীর কাছ থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ কিনে নেবে। তাঁরা যাতে ক্যারিব্যাগ যত্রতত্র না ফেলে বাড়িতেই গুছিয়ে রাখেন, তার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পঞ্চায়েত এই প্লাস্টিক কিনে পুনর্ব্যবহারের যোগ্য করে তুলবে।’  নিজস্ব চিত্র
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা