কলকাতা

ফুটপাতেই হোটেল আর বাইক স্ট্যান্ড বারুইপুরে জবরদখল সরাতে অভিযান

সংবাদদাতা,  বারুইপুর: রাজ্যের অন্যান্য জায়গার মত ফুটপাত দখলদার মুক্ত করতে অভিযান চালাল বারুইপুর পুরসভা ও পুলিস। সোমবার সকালে অভিযান চলে। বারুইপুরে ফুটপাতের উপর উনুন তৈরি করে খাবারের হোটেল হয়েছিল। সেগুলির ছাউনির অংশ ভাঙা হয়। চায়ের দোকানের দেওয়াল ইত্যাদিও ভাঙা হয়েছে। অভিযোগ, ফুটপাত ছাড়িয়ে বড় রাস্তার উপর চলে এসেছিল দোকানের ছাউনি। তা ভাঙা পড়ে। তারপর দোকানদারদের নথিপত্র নিয়ে পুরসভায় দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরপ্রধান শক্তি রায়চৌধুরী বলেন, ‘ফুটপাত মানুষের ব্যবহারের উপযোগী করতেই এই পদক্ষেপ।’ উপ পুরপ্রধান গৌতম দাস বলেন,‘আমরা সাড়ে তিনশো হকারকে পুনর্বাসন দিয়েছিলাম। তবু অনেকেই ফুটপাতের উপর চলে আসছেন। এতে সমস্যা হচ্ছে। এই প্রবণতা আটকাতে নিয়মিত অভিযান চলবে। পুরসভা কড়া নজরদারি চালাবে।’ 
এদিন পুরসভা থেকে অভিযান শুরু হয়। চলে রবীন্দ্রভবন এলাকা পর্যন্ত। এই দলে ছিলেন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা ও বারুইপুর থানা। বারুইপুর মহকুমা হাসপাতালের কাছে ফুটপাতে সব্জি কেনাবেচা চলছিল। তা সরিয়ে দেওয়া হয়। ফুটপাতের উপর থাকা হোটেলের ছাউনি রাস্তার উপর উঠে এসেছিল। তা খুলে নিয়ে যাওয়া হয়। ফুটপাতে থাকা উনুন ভেঙে দেওয়া হয়। অধিকাংশ দোকানের ছাউনি ফুটপাত থেকে বেরিয়ে এসেছিল। জিনিসপত্র রাখা হয়েছিল ফুটপাতে। হাঁটাচলার জায়গা পর্যন্ত নেই। পুরসভা ব্যবসায়ীদের ২৪ ঘণ্টা সময় দিয়ে নির্দেশ দিয়েছে, জিনিসপত্র সরিয়ে ছাউনি খুলে নিতে হবে। এর অন্যথা হলে পুলিস মালপত্র তুলে নিয়ে যাবে। শিবানীপীঠ এলাকায় ফুটপাতের উপর একটি বেসরকারি ব্যাঙ্ক ও একটি রেস্তরাঁর কর্মচারীদের বাইক স্ট্যান্ড তৈরি হয়ে গিয়েছে। তা সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা