কলকাতা

অতিধীরে বাজার থেকে রিজার্ভ ব্যাঙ্কে ফিরছে দু’হাজারের নোট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজার থেকে দু’হাজার টাকার নোট তুলে নেওয়া হবে, এই ঘোষণার পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও বাজারে রয়ে গিয়েছে ৭ হাজার ৫৮১ কোটি টাকা মূল্যের দু’হাজার টাকার নোট। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া গত বছর ১৯ মে ঘোষণা করে, বাজার থেকে তুলে নেওয়া হবে দু’হাজারি নোট। যেদিন সেই ঘোষণা হয়, সেদিন ৩ লক্ষ ৫৬ হাজার কোটি টাকার নোট ছিল বাজারে। এখনও সাধারণ মানুষ তাঁদের হাতে থাকা দু’হাজার টাকার নোট জমা করার সুযোগ পাচ্ছেন। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এখনও পর্যন্ত তাদের কাছে ৯৭.৮৭ শতাংশ নোট ফিরে এসেছে। তবে গত ছ’মাসে নোট ফেরার হার যে খুব বেশি নয়, তা বলছে আরবিআইয়ের তথ্যই। গত ১ জানুয়ারি বাজারে ছিল ৯ হাজার ৩৩০ কোটি টাকার নোট। সেইসময় বাজারের ৯৭.৩৮ শতাংশ নোট ফিরে এসেছিল বলে জানায় রিজার্ভ ব্যাঙ্ক। তার পরের মাসে সেই অঙ্ক দাঁড়ায় ৮ হাজার ৮৯৭ কোটি টাকায়। গত এপ্রিলে বাজারে দু’হাজার টাকার নোট ছিল ৮ হাজার ২০২ কোটি টাকার। মে মাসে তা ৭ হাজার ৯৬১ কোটি টাকায় নামে। ২৮ জুন পর্যন্ত তা সামান্য কমে ৭ হাজার ৫৮১ কোটি টাকায় পৌঁছেছে। 
প্রসঙ্গত, নোট তুলে নেওয়া হবে, এই ঘোষণার পর সাধারণ মানুষ ব্যাঙ্কে নোট বদলে নেওয়ার বা অ্যাকাউন্টে জমা করার সুযোগ পেয়েছিলেন। পরবর্তীকালে সেই সুযোগ বন্ধ করা হয়। এখন রিজার্ভ ব্যাঙ্কে সরাসরি দু’হাজারি নোট জমা করতে পারেন সাধারণ মানুষ। সেখানে লম্বা লাইন থাকায়, ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে সেই কাজের সুযোগ করে দেওয়া হয়। বর্তমানে ডাক মারফত দেশের যেকোনও প্রান্ত থেকে রিজার্ভ ব্যাঙ্কে দু’হাজার টাকার নোট পাঠাতে পারেন সাধারণ মানুষ। নির্দিষ্ট ফর্ম পূরণ করে, নির্দিষ্ট খরচের মাধ্যমে তা পাঠানো যায়। আরবিআই সেই টাকা হাতে পেলে, সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমান অঙ্কের টাকা পাঠানো হয়।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা