কলকাতা

কোন ধারায় এফআইআর, খুঁজতে গিয়ে প্রথম দিনে কালঘাম ছুটে গেল পুলিসের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের নতুন ফৌজদারি আইন কার্যকর করতে গিয়ে প্রথম দিনে রীতিমতো কালঘাম ছুটল পুলিসের। অপরাধের এফআইআর কোন সেকশনে করতে হবে, তাই নিয়ে বারবার আইনের বইয়ের পাতা ওল্টাতে হল রাজ্য পুলিসের বিভিন্ন থানা ও ফাঁড়ির অফিসারদের। সাধারণ অপরাধের মামলা লিখতে গিয়ে পরামর্শ করতে হল সরকারি আইনজীবীদের সঙ্গে। উপযুক্ত প্রশিক্ষণ ও সময় না দিয়ে মোদি সরকার তাড়াহুড়ো করে এই আইন চালু  করে দেওয়ায় সমস্যায় পড়েছেন পুলিসের একটা বড় অংশ। 
সোমবার থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দিল্লির সরকার আগেই  জানিয়ে দিয়েছিল ১ জুলাই থেকে এই আইন চালু হবে। কিন্তু মোদি-অমিত শাহরা ভুলে গিয়েছিলেন দেশে লোকসভা নির্বাচন রয়েছে। তাতে ব্যস্ত থাকতে হবে গোটা দেশের পুলিসকে। সমস্যার বিষয়টি তাঁরা ধর্তব্যের মধ্যেই আনেননি। আড়াই মাস ধরে দেশে নির্বাচন চলেছে। তাই নতুন আইন কার্যকর করার আগে যে ধরনের প্রস্তুতি ও প্রশিক্ষণের দরকার ছিল, তার কোনওটিই  করে উঠতে পারেননি রাজ্যের  থানা ও ফাঁড়ির অফিসাররা। নির্বাচন পর্ব মিটলে বিভিন্ন জেলায় অশান্তি বা গোলমাল থামাতে ছুটে যেতে হয়েছে তাঁদের। তার মাঝে কিছু ক্লাসের ব্যবস্থা করা হয়েছে অফিসারদের জন্য। কিন্তু সময় কম থাকায় সমস্ত বিষয় কেবল ছুঁয়ে যেতে হয়েছে আইনের ক্লাস নিতে আসা শিক্ষকদের। অনেক অফিসারই ঠিকভাবে বুঝে উঠতে পারেননি নতুন আইন। তাড়াহুড়োয় সেখানে অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ হয়নি। মোদি সরকারকে এই তারিখ বদল করার কথা বলা হলেও তাতে কানই দেয়নি তারা। আর তার ফল ভুগতে হচ্ছে সাধারণ পুলিস কর্মীদের। শুরুর দিনে নতুন ধারায় কেস লিখতে গিয়ে বারবার হোঁচট খেতে হয়েছে তাঁদের।  
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা