কলকাতা

দখল হওয়া সাড়ে ১০ হাজার একর সরকারি জমি চিহ্নিত করল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে বেহাত থাকা সরকারি জমি উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ মতো কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলায় কাজ শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই ১০ হাজার ৫০০ একরের মতো সরকারি জমি চিহ্নিত হয়েছে। সেখানে সরকারিভাবে বোর্ডও বসানো হয়েছে। সরকারি জায়গা শনাক্ত করে রিপোর্ট পাঠানোর পর কাজ শুরু করেছিল জেলা প্রশাসন। এই জায়গায় পরবর্তীকালে কী হবে সেই নির্দেশ এখনও আসেনি। আসার পর পরবর্তী পদক্ষেপ করবে প্রশাসন। 
কিছুদিন আগে সন্দেশখালি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্যে। অভিযোগ উঠেছিল দুষ্কৃতীরা বিঘের পর বিঘে জমি বেআইনিভাবে দখল করে নিয়েছে। নবান্নের তরফে নির্দেশিকা জারি হয় জমি উদ্ধারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১ জুন প্রশাসনিক বৈঠকে সরকারি জমি দখল কিংবা সরকারি সম্পত্তি বেহাত হওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। তারপরই শুরু হয় তৎপরতা। সন্দেশখালিতে ক্যাম্প বসিয়ে সরকারি ও স্থানীয় বাসিন্দাদের মালিকানাধীন জমি সংক্রান্ত সমস্যার সমাধান শুরু করে সরকার। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি জমি কত পরিমাণ রয়েছে সেই রিপোর্ট পৌঁছে গিয়েছে নবান্নে বলে দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই জেলার অধিকাংশ এলাকায় রয়েছে ভেড়ি (জলাশয়)। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে ভেড়িতে মাছ চাষ করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। বসিরহাট ও বারাসত লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকাতেই এই কারবার বহু পুরনো। সেই জায়গাগুলি কী ভাবে দখলমুক্ত করা হবে তা নিয়েও প্রশাসনের চিন্তা বাড়ছে। অনেকের বক্তব্য, দখলমুক্ত করতে পুলিসকেও কঠোর অবস্থান নিতে হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০ হাজার ৫০০ একরেরও বেশি জমি চিহ্নিত করার কাজ হয়েছে। যে সমস্ত এলাকায় সরকারি জমি এক জায়গায় অনেক পরিমাণ রয়েছে সেখানে ফলক বসানো হচ্ছে। আর চুরি হয়ে যাওয়া জমির তালিকা চূড়ান্ত করতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছে জেলা প্রশাসন। পাশাপাশি সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণকারীদেরও নোটিস পাঠানো হয়েছে। এ নিয়ে জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, ‘শহর ও গ্রামে কোথায় কোথায় সরকারি জমি রয়েছে তা চিহ্নিত করতে মহকুমা ও ব্লক পর্যায়ে কমিটি তৈরি করা হয়েছিল। ওই কমিটি দখল হওয়া সরকারি জমি চিহ্নিত করছে। উদ্ধার হওয়া জমিতে সরকারি বোর্ডও বসানো হচ্ছে।’
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা