দেশ

সলমনকে খুনের জন্য মোটা টাকার সুপারি দিয়েছিল বিষ্ণোই গ্যাং! দাবি পুলিসের

মুম্বই, ২ জুলাই: জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার মতোই সলমন খানকেও খুন করার চক্রান্ত ছিল বিষ্ণোই গ্যাংয়ের। অন্তত পুলিসের চার্জশিটে এমনটাই দাবি করা হয়েছে। গতকাল সোমবার নভি মুম্বই পুলিসের জমা দেওয়া ৩৫০ পাতার চার্জশিটে এই দাবি করা হয়। শুধু তাই নয় চার্জশিটে উল্লেখ রয়েছে কীভাবে লরেষ্ণ বিষ্ণোই গ্যাং সলমনকে খুন করার ছক কষেছিল। গত ১৪ এপ্রিল কাকভোরে মুম্বইয়ের বান্দ্রায় সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্তে নেমে মুম্বই পুলিস সাতজনকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করেই জানা যায় গোটা ঘটনার পিছনে রয়েছে লরেষ্ণ বিষ্ণোইয়ের ভাই আনমল। সুদূর কানাডা থেকে বসে সলমনকে খুনের ছক কষেছিল সে। তবে শুধুই বান্দ্রার বাড়িতেই নয় বলিউডের ভাইজানের গাড়িতেও হামলার ছক ছিল বিষ্ণোই গ্যাংয়ের। এর জন্য ২৫ লক্ষ টাকা সুপারিও দেওয়া হয়। চার্জশিটে পুলিসের আরও দাবি, সলমনকে খুন করার জন্য অত্যাধুনিক অস্ত্র কেনা হয়। যার বেশিরভাগটাই আনা হয়েছিল পাকিস্তান থেকে। অস্ত্রের মধ্যে ছিল একে-৪৭, একে-৯২, এম-১৬ রাইফেল ও তুরস্কের তৈরি অত্যাধুনিক জিগানা পিস্তল। উল্লেখ্য, এই জিগানা পিস্তল দিয়েই সিধু মুসেওয়ালাকে খুন করেছিল বিষ্ণোই গ্যাংয়ের দুষ্কৃতীরা। পুলিসের দাবি, সলমনের গতিবিধির উপর নজরদারি চালানোর জন্য ৬০-৭০ জনকে রাখা হয়েছিল। বান্দ্রার বাড়ি, পানভেলের বাগানবাড়ি, স্টুডিওপাড়া যেখানে যেখানে সলমন যেতেন সব জায়গার খবর মুহূর্তে পৌঁছে যেত আনমল বিষ্ণোইয়ের কাছে। এমনকী, সল্লুকে খুনের জন্য নাবালকদের ব্যবহার করার চক্রান্তও ছিল তাদের। এই বিষয়গুলিই চার্জশিটে উল্লেখ করেছে নভি মুম্বই পুলিস। এসব জেনে কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে সলমন খানের। যদিও মহারাষ্ট্র সরকারের তরফে সলমনকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এর আগেই তাঁর নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করা হবে না বলেও জানিয়ে দিয়ে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা